ধূমকেতু নিউজ ডেস্ক : স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় বিদায়ী সংবাদ সম্মেলনে অঝোরে কেঁদেছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।
তার সেই কান্না ছুঁয়ে গেছে গোটা ফুটবলবিশ্বকে। গত ৮ আগস্ট ন্যু ক্যাম্পের সেই ছোট্ট ঘরে দাঁড়িয়ে প্রথম দিকে বেশ কিছু সময় কথাই বলতে পারেননি মেসি।
এতই কেঁদেছেন যে, স্বামীর চোখের জল মুছে দিতে টিস্যু নিয়ে এগিয়ে আসতে হয় আন্তোলেনা রোকুজ্জোকে।
জানা গেছে, এ কান্নাই প্রথম নয় মেসির। বাবার কাছ থেকে মেসি যখন প্রথম জানতে পারেন যে, বার্সেলোনায় আর থাকা হচ্ছে না তার, নিজের ৫০ শতাংশ বেতন কমিয়েও চুক্তি নবায়ন করা যাচ্ছে না, তখনই কান্নায় ভেঙে পড়েছিলেন মেসি। সেই সময় স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোও কেঁদেছিলেন স্বামীর সঙ্গে।
বিষয়টি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে মেসি নিজেই জানিয়েছেন সে কথা।
সদ্য পিএসজিতে নাম লেখানো আর্জেন্টাইন ফরোয়ার্ড বিসিবিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, অনেক চিন্তাই ভর করেছিল ওই মুহূর্তে। নিজের চাইতেও বেশি সন্তানদের নিয়ে চিন্তা হচ্ছিল মেসির। কীভাবে ওরা নতুন পরিবেশে মানিয়ে নেবে সে বিষয়ে।
মেসি বলেন, সেদিন বাবা বাসায় এসেছিলেন। তিনি সারা দিন লাপোর্তার (বার্সা সভাপতি) সঙ্গে ছিলেন। যখন বাসায় এসে আমাকে সব জানান, তখন ওই মুহূর্তে আমি খুবই ভেঙে পড়েছিলাম। বাবা খবরটা দিতেই কান্নায় ভেঙে পড়েছিলাম। তবে আমাকে তখনই মানসিকভাবে প্রস্তুতি নিতে হয়েছিল আমার স্ত্রীকে খবরটা দেওয়ার জন্য। আমরা কান্না করেছিলাম এবং আমাদের বাচ্চাদের এই খবরটা দেওয়া দরকার ছিল। ডিসেম্বরে ওদেরকে বলেছিলাম যে, আমরা বার্সেলোনাতেই থাকব। আমরা জানতাম খবরটা ওদের জন্য খুবই কষ্টদায়ক হবে, বিশেষ করে থিয়াগোর (মেসির বড় ছেলে) জন্য। এর পরের সবই খুব তাড়াতাড়ি হতে থাকে।’