ধূমকেতু নিউজ ডেস্ক : নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বনিম্ন ৬০ রানে অলআউট হলো নিউজিল্যান্ড। এর আগে শ্রীলঙ্কার বিরুদ্ধেও ৬০ রানে অলআউট হয়েছিল কিউইরা।
অজিদের ৬২ রানে অলআউট করার পর কিউইদের ৬০ রানে গুড়িয়ে দিয়ে সফরকারী দলগুলোকে অবশ্যই বেশ কড়া হুঁশিয়ারি পাঠিয়ে দিলো টাইগাররা।
বাংলাদেশি বোলারদের দাপুটে বোলিংয়ের সামনে প্রথম ওভার থেকেই অসহায় ছিল সফরকারীরা। ধ্বংসযজ্ঞের শুরুটা করেছিলেন মেহেদি হাসান। তারপর নাসুম, সাকিব, মোস্তাফিজ ও সাইফুদ্দিন চালিয়ে গেছেন আধিপত্য।
মোস্তাফিজ ১৩ রানে নিয়েছেন ৩টি উইকেট। নাসুম, সাকিব, সাইফুদ্দিন দখল করেছেন দুটি করে উইকেট।
অধিনায়ক টম ল্যাথামের ১৮ এবং হেনরি নিকোলসের ১৭ ছাড়া দুই অঙ্কে পৌঁছুতে পারেননি কোনো কিউই ব্যাটসম্যান। সম্পূর্ণ ২০ ওভারের কোটা পূরণ করতে পারলো না কিউইরা।