ধূমকেতু নিউজ ডেস্ক : শিখর ধাওয়ানের সেঞ্চুরিতে ভর করে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে রুদ্ধশ্বাস জয় পেয়েছে দিল্লি ক্যাপিটালস। শনিবার রাতে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে এক রুদ্ধশ্বাস লড়াইয়ে ধোনির চেন্নাইকে হারিয়েছে ৫ উইকেটে হারিয়েছে তারা। আর এই জয়ে ফের টেবিলের এক নম্বরে উঠে এল দিল্লি।
শিখর ধাওয়ানের ব্যাটে ভর করে চেন্নাই সুপার কিংসের ছুড়ে দেওয়া ১৮০ রানের টার্গেট ছোঁয়ার পথে এগিয়ে যাচ্ছিলো দিল্লি ক্যাপিটালস। শেষ ওভারে জয়ের জন্য তাদের প্রয়োজন ছিল ১৭ রান। অবশ্য তার আগেই শিখর ধাওয়ান ৫৭ বলে ১৪ চার ও ১ ছক্কায় টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন।
তবে ৯৯ রানে দাঁড়িয়ে ধোনির ক্যাচের আবেদনে রিভিউ নিয়ে বেঁচে যান ধাওয়ান। কিন্তু ১৯তম ওভারে মাত্র ৪ রান নিতে পারেন। তাতে কঠিন হয়ে যায় দিল্লির সমীকরণ। শেষ ৬ রানে প্রয়োজন দাঁড়ায় ১৭ রান।
রবীন্দ্র জাদেজার করা শেষ ওভারের প্রথম বলটি ওয়াইড হয়। পরের বলটি ডিপ স্কয়ার লেগে ঠেলে দিয়ে ১ রান নেন ধাওয়ান। দ্বিতীয় বলটিকে মিডউইকেট দিয়ে ছক্কা হাঁকান অক্ষর প্যাটেল। পরের বলে আরো একটি ওভার বাউন্ডারি হাঁকান তিনি। তাতে শেষ ৩ বলে জয়ের জন্য প্রয়োজন দাঁড়ায় ৩ রান। চতুর্থ বলে ২ রান নেন অক্ষর। পঞ্চম বলটিকে লং অন দিয়ে ছক্কা হাঁকিয়ে ১ বল ও ৫ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করেন।
প্যাটেল ৫ বলে ৩ ছক্কায় ২১ রানের টর্নেডো ইনিংস খেলে অপরাজিত থাকেন। তার সঙ্গে ৫৮ বলে ১৪ চার ও ১ ছক্কায় ১০১ রানে অপরাজিত থাকেন ধাওয়ান। এ ছাড়া অধিনায়ক শ্রেয়াস আয়ার ২৩ ও মার্কাস স্টয়নিস ২৪ রান করেন। বল হাতে দুরন্ত হওয়া সত্ত্বেও দলকে জেতাতে পারেননি দিপক চাহার। ৪ ওভারে মাত্র ১৮ রান খরচ করে ২ উইকেট নেন তিনি।
এর আগে চেন্নাইর ১৭৯ রানের ইনিংসে ফাপ ডু প্লেসিস ৪৭ বলে ৬ চার ও ২ ছক্কায় সর্বোচ্চ ৫৮ রান করেন। ২৫ বলে ১ চার ও ৪ ছক্কায় অপরাজিত ৪৫ রানের ইনিংস খেলেন আম্বাতি রাইডু। ১৩ বলে ৪ ছক্কায় ৩৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন রবীন্দ্র জাদেজা। আর ওয়াটসনের ব্যাট থেকে আসে ৩৬ রান।
বল হাতে দিল্লির অ্যানরিচ নর্কিয়া ২টি উইকেট নেন। ম্যাচসেরা নির্বাচিত হন সেঞ্চুরি করা শিখর ধাওয়ান।
৯ ম্যাচের ৭টিতে জিতে ১৪ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষে দিল্লি। সমান ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে চেন্নাই রয়েছে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে।
এএইচ/