ধূমকেতু নিউজ ডেস্ক : পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) রীতিমতো ধুইয়ে দিয়েছেন সাবেক তারকা ক্রিকেটার শোয়েব আখতার। তিনি বলেছেন, আজহার আলি পাকিস্তান ক্রিকেট দলের টেস্ট অধিনায়কত্ব নিতে চায়নি। পিসিবি তাকে নেতৃত্ব নেয়ার জন্য চাপ সৃষ্টি করেছে। অথচ এখন তারা মামুলি বিষয় নিয়ে নেতৃত্ব থেকে সরিয়ে দিতে চাচ্ছে।
পাকিস্তানের একটি টিভি চ্যানেলকে ক্রিকেট ইতিহাসের এ দ্রুতগতির পেসার বলেছেন, আজহার প্রথমে টেস্ট অধিনায়কত্ব নিতে চায়নি। দায়িত্ব তার ওপর চাপিয়ে দেয়া হয়েছিল। পিসিবি অকারণে তার ওপর চাপ সৃষ্টি করছে। এখন তাকে আবার বদলি করতে যাচ্ছে।
শোয়েব আখতার আরও বলেন, আজহারকে আমার পরামর্শ হলো– খেলায় মনোনিবেশ করা এবং দলের নেতৃত্ব চান কিনা তা জানিয়ে দেয়া। নেতৃত্ব নিয়ে অযথা চাপ নেয়ার কোনো কিছু নেই। তার চেয়ে ব্যক্তিগতভাবে পারফরম্যান্স করে যাওয়াই বেটার।
গত বছরের অক্টোবরে সরফরাজ আহমেদকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়ার পর আজহার আলির কাঁধে টেস্টের নেতৃত্ব দেয়া হয়। সম্প্রতি ক্রিকেট বোর্ডকে না জানিয়ে প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করায় আজহার আলির ওপর অসন্তুষ্ট পিসিবি। এ কারণেই আসন্ন জিম্বাবুয়ে সিরিজে তাকে নেতৃত্ব থেকে সরিয়ে দেয়া হতে পারে।