ধূমকেতু নিউজ ডেস্ক : এই সিরিজ শুরুর আগে বাংলাদেশের পার্ফমেন্সের ভরাডুবি চলছিলো। কিন্তু নতুন বছরে যেন পাল্টে নিচ্ছে নিজেদের। দেখাচ্ছে নিজেদের দক্ষতা। প্রথম দিনের পর আজকে দ্বিতীয় দিনের প্রথম সেশনেই নিউজিল্যান্ডকে ২০.৪ বলে ৩২৮ রানেই গুটিয়েদেয় মুমিনুল বাহিনী। দ্বিতীয় দিন শেষে ১৫৩ রানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ।
সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনের তিনটি সেশনেই দাপুটে ভুমিকায় দেখা গেছে টাইগারদের। যেমন বোলিং তেমনি ব্যাটিংয়ে। প্রথম দিন ৫ উইকেটে ২৫৮ রান করে আজকের খেলা শুরু করেছিল নিউজিল্যান্ড। দিনের ২০.৪ ওভারে আর ৭০ রান করতেই বাকি ৫ উইকেট হারায় তারা। জবাব দিতে নেমে দ্বিতীয় দিনের খেলা শেষে আর ১৫৩ রানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ দল, হাতে রয়েছে ৮ উইকেট।
এই বছরের বাংলাদেশের প্রথম ফিফটি স্বাদ পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। তবে দিনের শেষ পর্যন্ত টিকে থাকতে পারেননি তিনি। তিনি ব্যক্তিগত ৬৪ রানে আউট হলে ভাঙে জয়ের সঙ্গে গড়া ১০৪ রানের দ্বিতীয় উইকেট জুটি। এরপর দিনের বাকি অংশ কাটিয়ে দিয়েছেন অধিনায়ক মুমিনুল হক ও তরুণ ব্যাটার জয়।
নিউজিল্যান্ড বোলারদের বিপক্ষে নিজের ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নেমে অর্ধশতক তুলে নিয়েছেন জয়। টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, কাইল জেমিসন, নেইল ওয়াগনারের তোপ সামলে প্রায় পাঁচ ঘণ্টা ধরে উইকেটে থেকে ২১১ বল খেলে ৭০ রানে অপরাজিত রয়েছেন তিনি। সেই সঙ্গে ২৭ বল খেলে অধিনায়ক মুমিনুল ৮ রান করে অপরাজিত রয়েছেন।
ইনিংস সূচনা করতে নেমে জয় শেষ পর্যন্ত অপরাজিত থাকলেও দিন শেষ হওয়ার মিনিট ত্রিশেক আগে ওয়াগনারের দ্বিতীয় শিকারে পরিণত হন নাজমুল শান্ত। ওয়াগনারের প্রথম শিকার হয়েছিলেন সাদমান ইসলাম। শান্ত আউট হওয়ার আগে ইনিংসের ৫১তম ওভারের দ্বিতীয় বলে দৃষ্টিনন্দন এক স্লগ সুইপে বিশাল ছক্কা হাঁকিয়ে নতুন বছরে বাংলাদেশের প্রথম হাফসেঞ্চুরিয়ান হয়ে যান।
এর আগে দ্বিতীয় দিনের শুরুতে বোলিংয়ে নামা বাংলাদেশকে সাফল্য এনে দিয়েছিলেন শরিফুল ইসলাম। এরপর মেহেদী হাসান মিরাজের বোলিং জাদু। আর মুমিনুল হক শেষটা মুড়ে দেয়ায় বেশিদূর এগুতে পারেনি নিউজিল্যান্ডের স্কোর। ৫ উইকেটে ২৫৮ রান নিয়ে দিন শুরু করা কিউইরা প্রথম ইনিংসে ১০৮.১ ওভারে অলআউট হয়ে যায় ৩২৮ রানে।
এই ইনিংসে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার শরিফুল। বাঁহাতি পেসার ২৬ ওভারে ৬৯ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। মিরাজও পেয়েছেন ৩ উইকেট, ৩২ ওভারে তার খরচ ৮৬ রান। অন্যদিকে পার্টটাইম বোলার মুমিনুলও সাফল্যের সাগরে ভেসেছেন। ৪.১ ওভারে মাত্র ৬ রান দিয়ে তিনি নিয়েছেন কনওয়ে ও নিকোলসের গুরুত্বপূর্ণ উইকেট দুটি। এবাদত হোসেন পেয়েছেন ১ উইকেট।
নিউজিল্যান্ডের সর্বোচ্চ রান এসেছে ডেভন কনওয়ের ব্যাট থেকে। প্রথম দিনেই সেঞ্চুরি পাওয়া কনওয়ে খেলেন ১২২ রানের ইনিংস। ৭৫ রান এসেছে হেনরি নিকোলসের ব্যাট থেকে। হাফসেঞ্চুরি করেছেন উইল ইয়ংও (৫২)।