ধূমকেতু নিউজ ডেস্ক : করোনা পরিস্থিতিতে ‘বায়ো বাবল’ সুরক্ষায় মরুরাজ্য আরব আমিরাতে চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসর।
দুবাই, আবুধাবি ও শারজাহ- এই তিন স্টেডিয়ামেই ইতিমধ্যে ৪৮টি ম্যাচ পরিচালিত হয়ে গেছে। অর্থাৎ ৮ দলই খেলে ফেলেছে ১২টি করে ম্যাচ।
তবে এখন পর্যন্ত জানা গেল না; শেষ চারের টিকিট কাটছে কোন চার দল।
তবে গতকাল ৪৮তম ম্যাচ শেষে প্লে-অফ প্রায় নিশ্চিত রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ানসের। আর বাদ পড়েছে ধোনির চেন্নাই সুপার কিংস ও স্মিথের রাজস্থান রয়্যালস।
তবে মুম্বাইসহ বাকি ৬ দল এখনও প্লে-অফের দৌড়ে টিকে রয়েছে। যদিও শেষ চারে ওঠার দৌড়ে মুম্বাইয়ের পর ভালো অবস্থানে আছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও দিল্লি ক্যাপিটালস।
আর টিকে থাকতে ব্যাট-বলে লড়াই চালিয়ে যাচ্ছে কিংস ইলেভেন পাঞ্জাব, কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ।
আজ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হচ্ছে চেন্নাই ও কলকাতা। চেন্নাইয়ের জন্য এই ম্যাচ শুধু আনুষ্ঠানিকতা হলেও বাঁচা-মরার লড়াইয়ে নামবে কলকাতা।
এই ম্যাচের আগ পর্যন্ত ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোতে দেয়া পয়েন্ট টেবিল বলছে, শীর্ষস্থান রীতিমতো মুম্বাই ইন্ডিয়ানসের দখলে। এ পর্যন্ত ১২ ম্যাচ খেলে ৮ জয় ও ৪ হারে রোহিত শর্মার মুম্বাইয়ের পয়েন্ট ১৬। সমানসংখ্যক ম্যাচ খেলে ৭ জয় ও ৫ হারে কোহলির আরসিবিরও পয়েন্ট ১৪।
এদিকে ব্যাঙ্গালুরুর সমান ম্যাচ জিতেও তৃতীয় স্থানে আছে স্রেয়াশ আইয়ারের দিল্লি ক্যাপিটালস। ১২ ম্যাচ খেলে ৭ জয় ও ৫ পরাজয়ে দলটির অবস্থান তৃতীয়তে। মঙ্গলবার রাতে হায়দরাবাদের কাছে ৮৮ রানের বিশাল ব্যবধানে হেরেছে তারা। যে কারণে রান রেটে পিছিয়ে গেছে দলটি।
এদিকে প্লে-অফের আশা জিইয়ে রেখেছে প্রীতি জিনতার পাঞ্জাব ও শাখরুখের নাইটরা।
১২ ম্যাচ খেলে ৬ জয় ও ৬ পরাজয়ে পাঞ্জাবের পয়েন্ট ১২। চতুর্থ অবস্থানে আছে দলটি। সমানসংখ্যক ম্যাচ খেলে সমান সমান জয়-পরাজয়ের পরও রান রেটে পিছিয়ে থেকে পাঞ্জাবের পরেই অবস্থান করছে কলকাতা। আজ চেন্নাইয়ের বিপক্ষে জয় পেলে চতুর্থ অবস্থানে চলে আসবে দলটি। আর বিশাল ব্যবধানে জিততে পারলে দিল্লিকেও পেছনে ফেলতে পারে।
এদিকে ১২ ম্যাচে ৫ জয় ও ৭ পরাজয়ে ১০ পয়েন্ট নিয়ে প্লে-অফের টিকিট হারানোর শঙ্কায় রয়েছে ডেভিড ওয়ার্নারের হায়দরাবাদ।
১২ ম্যাচ খেলে ৫ জয় ও ৭ পরাজয় নিয়ে পয়েন্ট টেবিলে সপ্তমে রয়েছে রাজস্থান। সমানসংখ্যক ম্যাচ খেলে ৫ জয় ও ৮ পরাজয় নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে চেন্নাই।
আইপিএল থেকে ছিটকে গেছে এই দুদল। তাই ধোনি ও স্মিথদের বাকি ম্যাচগুলো নিজেদের জন্য শুধুই আনুষ্ঠানিকতায় রূপ নিয়েছে।
এক নজরে আইপিএলের পয়েন্ট টেবিল (১২ ম্যাচ শেষে)
১. মুম্বাই ইন্ডিয়ানস ১৬ পয়েন্ট (+১.১৮৬)
২. রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ১৪ পয়েন্ট (+০.০৪৮)
৩. দিল্লি ক্যাপিট্যালস ১৪ পয়েন্ট (+০.০৩)
৪. কিংস এলেভেন পাঞ্জাব ১২ পয়েন্ট (-০.০৪৯)
৫. কলকাতা নাইট রাইডার্স ১২ পয়েন্ট (-০.৪৭৯)
৬. সানরাইজার্স হায়দরাবাদ ১০ পয়েন্ট (+০.৩৯৬)
৭. রাজস্থান রয়্যালস ১০ পয়েন্ট (-০.৫০৫)
৮. চেন্নাই সুপার কিংস ৮ পয়েন্ট (-০.৬০২)
তথ্যসূত্র: ইএসপিএন ক্রিকইনফো