ধূমকেতু নিউজ ডেস্ক : গাজীপুরে ট্রাকচাপায় অটোরিকশাচালকসহ দুজন নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১১টার দিকে মহানগরীর নাওজোর এলাকায় ঢাকা-টাঙ্গাইল সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দিনাজপুর জেলার ফুলবাড়ি থানার চকিয়াপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে অটোরিকশাচালক নাজিম (২৩) এবং গাজীপুর সিটি কর্পোরেশনের বাসন হারুন মার্কেট এলাকার মোসলেম উদ্দিনের ছেলে অটোরিকশার যাত্রী মহসিন মিয়া (২৮)।
মেট্রোপলিটন বাসন থানার ওসি রফিকুল ইসলাম জানান, ইসলামপুর রোড থেকে একটি অটোরিকশা যাত্রী নিয়ে ঢাকা বাইপাস সড়কে উঠে উল্টোপথে ভোগড়ার দিকে যাচ্ছিল।
বিপরীত দিকে থেকে টাঙ্গাইলগামী কয়লাভর্তি একটি ট্রাক মুখোমুখি হলে অটোরিকশাটি সড়কের মাঝখানে উল্টে যায়। তাৎক্ষণিক অটোরিশা যাত্রী এবং চালক দুজনই সড়কের মাঝে পড়ে গেলে কয়লাভর্তি ট্রাকটি তাদের চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে দুজনের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। দুর্ঘটনার পর ট্রাক ফেলে চালক পালিয়ে গেছে। পুলিশ দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা ও ট্রাকটি জব্দ করেছে।