ধূমকেতু নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় (আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে এক হাজার ৫০৮ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে করোনায় মারা গেছেন ২১ জন। আগের ২৪ ঘণ্টার তুলনায় মৃত্যুর সংখ্যা কমলেও বেড়েছে শনাক্তের সংখ্যা।
এ নিয়ে দেশে করোনায় মোট সংক্রমিত শনাক্ত মানুষের সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৬৪ হাজার ৯৮৭ জনে। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ২৭২। মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৭৭ হাজার ৭৮ জন।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৪২০ জনের নমুনা পরীক্ষা করা হয়।
পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ১৩ দশমিক ২০ শতাংশ। সুস্থ হয়েছেন এক হাজার ৫৯১ জন।
গত ২৪ ঘণ্টায় যে ২১ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৬ জন, নারী পাঁচজন। তাঁদের মধ্যে ১৮ জনই মারা যান হাসপাতালে।
আগের ২৪ ঘণ্টায় এক হাজার ৪৩৬ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হওয়ার কথা জানানো হয়। এ সময়ে করোনায় মারা গেছেন ৩২ জন।
গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্তের খবর জানানো হয়। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ করোনায় দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে সরকার।