ধূমকেতু নিউজ ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৃশংসতম হত্যাকাণ্ড বাঙ্গালি জাতির জন্য এক করুন বিয়োগগাথা। বিশ্বের ইতিহাসে এত নির্মম ও এমন বর্বরোচিত রাজনৈতিক হত্যাযজ্ঞের নজির নেই। ভয়ঙ্কর ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দীর্ঘ সময় ধরে আড়াল করার অপচেষ্টা করা হয়েছে। নানাভাবে করা হয়েছে সেইসব খুনিদের পুরস্কৃত। সেইসঙ্গে তাদের বিচার ঠেকাতে জারি করা হয়েছিল কুখ্যাত ইনডেমনিটি অধ্যাদেশ।
পঁচাত্তরের ১৫ আগস্ট সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার নেপথ্যে বৃহৎ একটি চক্র কাজ করেছে বলে মনে করেন বঙ্গবন্ধুর ঘনিষ্টজনরা। তাদের মতে, তদন্ত করলে চক্রের সবার নাম বেরিয়ে আসবে। এক্ষেত্রে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সম্পৃক্ততাও বেরিয়ে আসবে বলে মনে করেন তারা।
এদিকে, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের কুশীলবদের খুঁজতে সরকার একটি কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে। বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পরামর্শ করে এ সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু করোনা মহামারির কারণে কার্যক্রম থেমে আছে। করোনার প্রাদুর্ভাব শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই এই কমিশনের রূপরেখা, কার্যাবলী কী হবে এবং কাদের নিয়ে এই কমিশন গঠিত হবে সে ব্যাপারে সম্প্রতি জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
তিনি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, বঙ্গবন্ধুর অন্যতম সহচার্য ও আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর অন্যতম সদস্য তোফায়েল আহমেদ, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর আরেক সদস্য আমির হোসেন আমু।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে শেখ ফজলুল করিম সেলিম বলেন, ‘আজকে হোক অথবা দুইদিন পরে হোক এদের (১৫ আগস্টের হত্যার নেপথ্যের কারীদের) সবার নাম বেরিয়ে আসবে। একটা কমিশন গঠন করা হচ্ছে সেই কমিশন তদন্ত করবে। সব বেরিয়ে আসবে। দেখবেন, এটা বিরাট গ্যাং ছিলো, যারা বঙ্গবন্ধু এবং আমার স্বাধীনতাকে হত্যা করেছিল।’
তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু মানে স্বাধীনতা, বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা স্বাধীনতা পেতাম না। এজন্য বঙ্গবন্ধুকে হত্যার মধ্যে দিয়ে বাংলাদেশকে হত্যা করার অপচেষ্টা চালিয়েছিল।’
বঙ্গবন্ধুর অন্যতম সহচার্য তোফায়েল আহমেদ বলেন, ‘১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করে স্বাধীনতার চেতনা ও মূল্যবোধকে হত্যা করেছিল। বাংলাদেশকে পাকিস্তান বানাতে চেয়েছিল। তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার সাথে সাথেই পাকিস্তান রেডিওতে ঘোষণা করলো ইসলামিক রিপাবলিকান অব বাংলাদেশ। খুনিরা বাংলাদেশ বেতারকে ‘রেডিও বাংলাদেশ’ বানালো। জয়বাংলা স্লোগানকে ‘জিন্দাবাদ’ করলো।’
তিনি আরও বলেন, ‘সংবিধান স্বাধীনতাবিরোধী, মানবতাবিরোধীদের রাজনীতি করার অধিকার দেয় নাই। কিন্তু জিয়াউর রহমান তাদের সেই অধিকার দিয়ে দিল। সংবিধানের রাষ্ট্রীয় চারটি মূল মন্ত্রকে (স্তম্ব) বাতিল করে দিয়ে পাকিস্তানের ভাবধারায় দেশ চালাতে চেয়েছিল। তার মানে বাংলাদেশকে হত্যা করা হয়েছিল।’
বঙ্গবন্ধুর আরেক সহচার্য আমির হোসেন আমু বলেন, ‘বাংলাদেশকে আবারও পাকিস্তানের ভাবধারায় ফিরিয়ে নেয়ার জন্য দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।’ তিনি বলেন, ‘আগামী প্রজন্মের কাছে সেই ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করতে তাদের বিচার হওয়া প্রয়োজন। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার নীলনকশা প্রস্তুতকারী ও নেপথ্য নির্দেশদাতাদের বিচার বিভাগীয় তদন্ত কিংবা কমিশন গঠন করে বিচারের আওতায় আনা এখন সময়ের দাবি।’
এদিকে সম্প্রতি গুলশানে নিজ বাসভবনে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেছিলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যাকাণ্ডের পেছনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সম্পৃক্ততা দিনের আলোর মতো স্পষ্ট। এ ব্যাপারে সাক্ষ্য-প্রমাণ কমিশনের মাধ্যমে জনসম্মুখে প্রকাশ করা হবে।
তিনি বলেন, যখন এ মামলার তদন্ত হয় তখন জিয়াউর রহমানকে আসামি করা হয়নি। কারণ তখন তিনি মৃত। মৃত ব্যক্তিকে আসামি করার সুযোগ নেই। বাংলাদেশের আইনে মরণোত্তর সাজা দেয়ার কোনো বিধান নেই। কিন্তু এই হত্যাকাণ্ডে যে জিয়াউর রহমান জড়িত সেটার সাক্ষ্য প্রমাণ, ইনশাল্লাহ কমিশনের (বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের কুশীলবদের খুঁজতে কমিশন) মাধ্যমে জনসম্মুখে প্রকাশ করা হবে।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলার সাক্ষ্য-প্রমাণ ও আলাপ আলোচনায় এটা স্পষ্ট হয়ে ওঠে যে, যারা হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন শুধু তারাই এই হত্যাকাণ্ডে জড়িত নয়। এর পেছনে একটা ষড়যন্ত্র আছে এবং সেই ষড়যন্ত্রকারী কারা তাদেরকে অন্ততপক্ষে চিহ্নিত করে দেশের মানুষের কাছে তাদের মুখোশ উন্মোচন করা দরকার।