ধূমকেতু প্রতিবেদক : নারায়ণগঞ্জের বন্দরে দারিদ্র্যের কারণে দত্তক দেয়া দেড় মাসের কন্যা শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে পুলিশ। ৯৯৯-এ কল পেয়ে দেড় মাসের শিশুটিকে বন্দরের কামতাল থেকে উদ্ধার করে পুলিশ।
এরপর শুক্রবার দুপুরে থানা কম্পাউন্ড থেকে দত্তক নেয়া পারভিন বেগম ও তার স্বামী মো. শামীম পুলিশের উপস্থিতিতে শিশুটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দেন।
শিশুর মা হালিমা বেগম জানান, তার স্বামী অলি উদ্দিন একাধিক বিয়ে করেছেন। তাকে বিয়ে করার পরে ২টি কন্যা সন্তানের জন্ম হয়। কিন্তু তাদের কোনো ভরণপোষণ দেয়নি স্বামী অলি উদ্দিন। প্রায় দেড় মাস আগে জন্ম নেয়া শিশুর খাবার যোগাড় করতে না পেরে দারিদ্র্যতার কারণে বাধ্য হয়ে কামতাল এলাকার পারভিন বেগমের কাছে ২৫ দিন আগে শিশুটিকে দত্তক দেন তিনি। পরে তিনি শিশুটিকে ফিরে পেতে ৯৯৯ এ কল দেন।
বন্দর থানার এসআই সালেকুজ্জামান বলেন, বৃহস্পতিবার রাতে ৯৯৯ থেকে কল পেয়ে দত্তক দেয়া দেড় মাসের শিশুকে উদ্ধার করা হয়। শুক্রবার দুপুরে তার মা হালিমা বেগমের কাছে শিশুটিকে বুঝিয়ে দেয়া হয়েছে।