ধূমকেতু নিউজ ডেস্ক : অনলাইনে ভিসার আবেদন নেওয়া শুরু করেছে ঢাকার ভারতীয় হাই কমিশন। প্রথমত ৯টি শ্রেণিতে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা সরবরাহের ঘোষণা দেওয়া হয়েছে। এ বিষয়ে আজ শুক্রবার ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন এক বিবৃতি দেয়।
এতে বলা হয়, বর্তমানে মেডিকেল, ব্যবসা, কর্মসংস্থান, প্রবেশ (এন্ট্রি), সাংবাদিক, কূটনৈতিক, সরকারি কর্মকর্তা, জাতিসংঘের কর্মকর্তা এবং জাতিসংঘ কূটনীতিক এই নয়টি শ্রেণির জন্য ভিসা সরবরাহ করা হবে। শীঘ্রই অন্যান্য ভিসা প্রদানও শুরু করা হবে বলেও জানায় হাই কমিশন।
উল্লেখ্য, করোনা ভাইরাস মহামারীর কারণে গেল ১২ মার্চ থেকে ভিসা প্রদান বন্ধ করে ভারত। একই সঙ্গে যাদের পূর্বে ভিসা দেওয়া হয়েছিল সেসব বিদেশিদেরও প্রবেশ বন্ধ করে দেওয়া হয়।
২০১৮ সালের জানুয়ারি থেকে মার্চ ২০১৯ পর্যন্ত ২৮ লাখ ৭৬ হাজার বাংলাদেশি ভারত সফর করেছেন এবং এর মধ্যে গড়ে ১০% বাংলাদেশি চিকিৎসার জন্য ভারতে যান।