ধূমকেতু নিউজ ডেস্ক : চট্টগ্রামে পান দোকানি সেজে কোটি টাকা আত্মসাৎকারী ও ১৯ মামলার আসামি শাহ জামালকে (৫৫) গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৮টায় চকবাজারের চন্দনপুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দীন।
গ্রেপ্তার শাহ জামাল চন্দনপুরা এলাকার শেখ আহম্মদের ছেলে। তার বিরুদ্ধে চকবাজার থানার চারটি মামলায় সাজা হয়েছে। এছাড়া আরও ৩টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাসহ কোতোয়ালী ও চকবাজার থানায় সর্বমোট ১৯টি গ্রেপ্তারি পরোয়ানা আছে।
পুলিশ জানায়, ১৯ মামলার সাজাপ্রাপ্ত আসামি শাহ জামাল খাতুনগঞ্জ এলাকার মেসার্স শাহ জামালের স্বত্বাধিকারী। বিভিন্ন ব্যবসায়ীর নিকট থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করায় ২০২০ সালে তার বিরুদ্ধে ১৬টি মামলা হয়। এসব মামলায় তিনি গ্রেপ্তারও হয়। পরে জামিনে বের হয়ে আবারও প্রতারণার মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেন। পরে বেশ কিছুদিন ধরে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে থাকেন।
এরই মধ্যে তার বিরুদ্ধে আরও ৩টি অর্থ আত্মসাতের অভিযোগ জমা হয়। গ্রেপ্তারি পরোয়ানা ও এসব অভিযোগের ভিত্তিতে তার খোঁজে মাঠে নামে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পান দোকানদারের ছদ্মবেশে মঙ্গলবার রাতে চন্দনপুরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ওসি নেজাম আরও জানান, আসামি মূলত একজন প্রতারক। তিনি প্রায় সময়ই গ্রেপ্তারি পরোয়ানা মূলে গ্রেপ্তার হলেও বার বার জামিনে এসে পুনরায় আত্মগোপনে চলে যান। মঙ্গলবার রাতে পুলিশ সদস্যরা পান দোকানি সেজে তার বাসার সামনে অবস্থান নেন। পরে বাসার সানশেডের ভেতর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।