ধূমকেতু নিউজ ডেস্ক : কলেজ পর্যায়ে একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ বঞ্চিত শিক্ষার্থীদের চতুর্থ ধাপে অনলাইন আবেদন শুরু হয়েছে আজ থেকে। এসময় যারা কলেজ পরিবর্তন করতে চায় তারাও বোর্ডে কলেজ বাতিল করে পুনরায় আবেদন করতে পারবেন। ঢাকা শিক্ষাবোর্ড এ তথ্য জানিয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন বলেন, যারা আবেদন করেও একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ পায়নি তাদের জন্য চতুর্থ ধাপে অনলাইন আবেদন করার সুযোগ দেয়া হচ্ছে। শিক্ষার্থীরা আগামী ২৬ ও ২৭ ফেব্রুয়ারি অনলাইনে আবেদন করতে পারবেন। ২৮ ফেব্রুয়ারি যাচাই-বাছাই শেষে ১ মার্চ চতুর্থ ধাপের আবেদনের ফল প্রকাশ করা হবে। এরপর ২ ও ৩ মার্চ ভর্তি নিশ্চয়ন করতে হবে।
ঢাকা শিক্ষা বোর্ড থেকে জানা যায়, একাদশ শ্রেণিতে ভর্তির জন্য এ পর্যন্ত সারাদেশে ১৫ লাখ ৬ হাজার ৭৬৩ জন শিক্ষার্থী আবেদন করেন। এর মধ্যে তৃতীয় ধাপ পর্যন্ত ১৪ লাখ ৬৩ হাজার ৪৩৬ জন শিক্ষার্থী পছন্দের কলেজে ভর্তির জন্য নির্বাচিত হন। আবেদন করেও সারাদেশে ভর্তির সুযোগ পাননি ৪৩ হাজার ৩৩০ জন শিক্ষার্থী । এর মধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী রয়েছে ১ হাজার ৩০০ জন।
জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীরা কেন কলেজ থেকে বঞ্চিত হলো এ বিষয়ে জানতে চাইলে ঢাকা শিক্ষাবোর্ড চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) তপন কুমার সরকার বলেন, অনেকে জিপিএ ৫ পেয়েছেন কিন্তু নম্বর ভাল নয়, আবার দেখা যাচ্ছে তারা সবাই ভাল কলেজগুলোতে আবেদন করেছেন। এসব কারণেই মূলত তারা কলেজে ভর্তির সুযোগ পাননি।
এসব শিক্ষার্থীদের বিষয়ে পরামর্শ হিসেবে বোর্ড চেয়ারম্যান বলেন, খুব ভাল ও মধ্যম পর্যায়ের কলেজগুলোতে আবেদন করলে অবশ্যই ভর্তির সুযোগ হবে। কারণ কোন শিক্ষার্থীই কলেজে ভর্তি থেকে বঞ্চিত হবে না।