ধূমকেতু নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গণনা চলছে। জর্জিয়ায় রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্যাটিক পার্টির জো বাইডেনের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এই অঙ্গরাজ্যটিতে ৯৯ শতাংশ ভোট গণনা হয়েছে। শতাংশের হিসাবে দুজনেই এখন পর্যন্ত পেয়েছেন ৪৯ দশমিক ৪ শতাংশ করে ভোট।
সেখানে ভোট গণনা শুরু হলে প্রথম দিকে ট্রাম্পের থেকে পিছিয়ে ছিলেন বাইডেন। কিন্তু শেষের দিকে এসে ৯১৭ ভোটে এগিয়ে গেছেন।
কিন্তু এ রাজ্যটিতে ভোটের ফলাফল পুনঃ গণনা হতে পারে যদি, দুই প্রার্থীর মধ্যে মোট প্রাপ্ত ভোট ০.৫ শতাংশ ব্যবধান হয়। এ আবেদন করতে পারবেন পরাজিত প্রার্থী। তবে সেটি অবশ্যই দুই দিনের মধ্যে আবেদন করতে হবে।
প্রেসিডেন্ট হওয়ার জন্য একজন প্রার্থীকে ৫৩৮ ইলেকটোরাল ভোটের মধ্যে ২৭০টি পেতে হবে। বাইডেন ইতিমধ্যে ২৬৪টি পেয়ে এগিয়ে আছেন তার প্রতিদ্বন্দ্বীর চেয়ে।