ধূমকেতু নিউজ ডেস্ক : আফগানিস্তানে কূটনৈতিক মিশনে বিক্ষুব্ধ জনতার হামলার জেরে তেহরানে আফগান দূতকে ডেকে পাঠিয়েছে ইরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই খবর নিশ্চিত করেছে।
খবরে বলা হয়, কূটনৈতিক মিশনে হামলার কারণে প্রতিবেশী দেশ আফগানিস্তানের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার কাবুলে ইরানের দূতাবাস এবং হেরাতের কনসুলেট লক্ষ্য করে হামলা চালানো হয়। হেরাতে কনসুলেট লক্ষ্য করে বিক্ষোভকারীদের পাথর, ইট-পাটকেল ছুঁড়তে দেখা যায়৷
ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের দাবি, তালেবান সরকারকে প্রতিবেশী দেশের কূটনৈতিক মিশনের সুরক্ষার জন্য পর্যাপ্ত ব্যবস্থা করতে হবে। সম্পূর্ণ সুরক্ষা ব্যবস্থা না পাওয়া পর্যন্ত আফগানিস্তানে কূটনৈতিক মিশনগুলো কাজ বন্ধ রাখবে বলেও জানিয়েছে ইরান৷
সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহ বলেন, ইরানের কূটনৈতিক মিশনে নিরাপত্তা বজায় রাখতে তালেবানকে আরো সক্রিয় হতে হবে।
সম্প্রতি ইরানের বেশ কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়৷ সেসব ভিডিওতে দেখা যায়, আফগান শরণার্থীদের উপর ইরানে অত্যাচার করা হচ্ছে৷ এরপর আফগানিস্তানে ক্ষোভ ছড়িয়ে পড়ে৷ ক্ষোভের আঁচ পৌঁছায় দূতাবাসেও৷তবে সেই ভিডিগুলোর সত্যতা যাচাই করা হয়নি বলে খবরে বলা হয়েছে৷
সূত্র: ডয়চে ভেলে