ধূমকেতু নিউজ ডেস্ক : ইরান সরকারের মুখপাত্র আলী বাহাদুরি জাহরোমি বলেছেন, ইরানের মোকাবেলায় পরাজয়ে অভ্যস্ত হয়ে পড়েছে আমেরিকা।
ইরানের তাবাস মরুভূমিতে মার্কিন ব্যর্থ অভিযানের কথা তুলে ধরে তিনি সোমবার আরও বলেছেন, ইরানি জনগণ আমেরিকাকে বারবার পরাজয়ের স্বাদ আস্বাদন করাতে পেরেছে, কারণ তারা ঈমানি শক্তিতে বলিয়ান।
জাহরোমি বলেন, আমেরিকার মোকাবেলায় ইরানের বিজয়ের বহু ঘটনা এ পর্যন্ত ঘটেছে। এর সর্বশেষ উদাহরণ হচ্ছে মার্কিন নিষেধাজ্ঞার ব্যর্থতা।
ইরান সরকারের মুখপাত্র বলেন, আমেরিকা বারবারই বলেছে তারা ইরানের বিরুদ্ধে নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করেছে। তারা দাবি করেছিল এই নিষেধাজ্ঞার কারণে ইরান ভেতর থেকেই ভেঙে পড়বে। তারা তেহরানের নিয়ন্ত্রণ নেয়ার তারিখও ঘোষণা করে দিয়েছিল। কিন্তু তাদের এসব পরিকল্পনা পুরোপুরি ব্যর্থ হয়েছে।
আমেরিকা ও অন্য শত্রুরা ইরানের কাছে পরাজয়বরণ করার বিষয়ে অভ্যস্ত হয়ে পড়েছে বলে মন্তব্য করেন জাহরোমি।
১৯৮০ মালের এদিনে মার্কিন বাহিনী ইরানের তাবাস মরুভূমিতে অভিযান চালায় এবং ঐ অভিযান চরমভাবে ব্যর্থ হয়। রাতের আঁধারে চালানো ওই অভিযান ধূলিঝড়ের কবলে পড়ে এবং বেশ কয়েকটি হেলিকপ্টার, গানশিপ ও জঙ্গিবিমান ধ্বংস হয়। একইসঙ্গে নিহত হয় আট মার্কিন সেনা। পরে এ অভিযান বাতিল করতে বাধ্য হয় মার্কিন বাহিনী। এটি ছিল এক অলৌকিক ঘটনা।