ধূমকেতু নিউজ ডেস্ক : গুরুতর আহত হয়েছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রাউত প্রভু এবং অভিনেতা বিজয় দেভেরাকোন্ডা। কাশ্মিরে সিনেমার শুটিং করার সময় তারা আহত হন বলে জানা গেছে। ঘটনার পর দ্রুত নিটকবর্তী হাসপাতালে নেয়া হয় তাদের। সেখানেই দেয়া হয় প্রাথমিক চিকিৎসা।
দেভেরাকোন্ডার টিমের এক সদস্য জানান, কাশ্মিরের পেহেলগাম এলাকায় সামান্থা এবং বিজয় একটি স্টান্টের দৃশ্য শুট করছিলেন। তখনই দুর্ঘটনায় পড়েন দক্ষিণী এ দুই অভিনেতা।
তিনি আরও বলেন, দৃশ্যটি খুবই কঠিন ছিলো। লিডার রিভারের উপরের দড়ির ব্রিজ দিয়ে গাড়ি চালাতে হয়েছিলো দুই জনকে। সে সময়েই দড়ি ছিঁড়ে যায়। সাথে সাথে গাড়িসহ নদীতে পড়ে যান তারা। এতে তাদের পিঠে আঘাত লাগে। তবে দ্রুতই তাদের উদ্ধার করা হয়।
রোববার (২২ মে) দুর্ঘটনার পর ফের শুটিং শুরু করেছেন এ দুই অভিনেতা। পিঠে ব্যথা নিয়েই শুটিং চালিয়ে গেছেন সামান্থা ও বিজয়।