IMG-LOGO

বুধবার, ৪ঠা সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
২০শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে সফর ১৪৪৬ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সারোয়ার হোসেন খোকনকে রাসিক কর্মকর্তা-কর্মচারীদের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপনদেশের সব জেলাগুলোতে কমিটি গঠন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনশ্রমিক বিক্ষোভে ৬০ পোশাক কারখানায় ছুটি ঘোষণানাচোলে কেমিস্ট এন্ড ড্রাগিস্টদেরমতবিনিময়সভা অনুষ্ঠিতসদস্যদের অভিযোগ মিথ্যা, দাবি মান্দা চেয়ারম্যানেরসচিবদের যেসব নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূসবিচারের আগে আ.লীগের পুনর্বাসন নয় : নাহিদরাশিফলচটেছেন অভিনেত্রী জাহারা মিতুসচিবদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টাবিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম কমেছেনারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভীর নামে প্রথম হত্যা মামলাচারঘাটে খোলা আকাশের নিচে নোংরা পরিবেশে বিক্রি হচ্ছে খাবারপাবনায় দুই যুবককে ছুরিকাঘাতে হত্যাসাবেক দুই আইজিপির আট দিনের রিমান্ড মঞ্জুর
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> পৃথক সড়ক দুর্ঘটনায় যশোরে নিহত ৩

পৃথক সড়ক দুর্ঘটনায় যশোরে নিহত ৩

ধূমকেতু নিউজ ডেস্ক : যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও সাতজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার (১৩ জুলাই) সকালে যশোরের বাঘারপাড়ায় যশোর-নড়াইল সড়কে পৃথক দুটি সড়কদুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বাঘারপাড়া উপজেলার দক্ষিণ শ্রীরামপুর গ্রামের মৃত শুকুর শেখের ছেলে সিদ্দীক শেখ (৫০), কেশবপুর উপজেলার রাজাকাঠি গ্রামের বাবু সরদারের ছেলে তারেক রহমান (৩৫) এবং ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার রাজাবাড়িয়া গ্রামের সবেদ আলীর ছেলে আব্দুস সবুর (৪২)।

আহতরা হলেন, দক্ষিণ শ্রীরামপুর গ্রামের আবু সুফিয়ান (২০), সাহিদুল ইসলাম (১৮), আব্দুল মজিদ (৪৮) ও কবির হোসেন (৩৫) এবং গাজীপুর জেলার রায়হান হোসেন, ফরিদ আলী ও রমজান আলী। তারা যশোর জেনারেল হাসপাতাল ও বাঘারপাড়া হাসপাতালে চিকিসৎসা নিয়েছেন। এর মধ্যে আব্দুল মজিদের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে নড়াইল থেকে ছেড়ে আসা যশোরগামী বেপরোয়া গতির একটি ট্রাক বাঘারপাড়া উপজেলার যশোর-নড়াইল মহাসড়কের দক্ষিণ শ্রীরামপুর সাবেক ইউপি চেয়ারম্যান আবু সাঈদ সরদারের বাড়ির সামনে এসে রাস্তার পাশে ছিটকে পড়ে। এ সময় কয়েকজন মৎস্য শিকারিকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন সিদ্দিক শেখ। আহত হন আরও চারজন।

একই দিন বেলা ১১টার দিকে যশোর-নড়াইল সড়কের করিমপুর ঈদগাহর সামনে মাছ ও মুরগির পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হন।

নিহতরা হলেন, তারেক রহমান (৩৫) ও সবুর (৪২)। ঘটনাস্থলে সবুর মারা যান। আর তারেক রহমানকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় আহত হয়েছেন ময়মনসিংহ সদর উপজেলার মুসলিম আলীর ছেলে রায়হান হোসেন (২৫), জামালপুর জেলার সদর উপজেলার নুরশিয়া গ্রামের জহির উদ্দিনের ছেলে রমজান আলী (৩০) ও শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার গোলস্নারবাসা গ্রামের আব্দুল মোতালেবের ছেলে শেখ ফরিদ (৪০)।

আহতদের ২৫০ বিশিষ্ট যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে স্থানীয়রা জানান।

বাঘারপাড়া ফায়ার স্টেশনের কর্মকর্তা রবিউল ইসলাম পৃথক দুটি ঘটনার বিবরণ দিয়ে বলেন, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করা হয়। দক্ষিণ শ্রীরামপুরে দুর্ঘটনা কবলিত ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে।

বাঘারপাড়া থানার ওসি মো. রকিবুজ্জামান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে দুর্ঘটনা কবলিত ট্রাক ও পিকআপ উদ্ধার করেছে। তবে ট্রাক ও পিকআপের দুই চালক পলাতক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, দুটি পিকাপের মুখোমুখি সংঘর্ষে একজন পিকাপ চালক এবং একজন পিকাপ যাত্রী নিহত হয়েছেন। এ ছাড়া একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিয়ে পাশের খাদে পড়ে গেলে মহাসড়কের পাশে থাকা এক পথচারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : dhumkatunews20@gmail.com. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news