ধূমকেতু প্রতিবেদক,পুঠিয়া : সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপুজা । হাতেগোনা আর কয়েকদিন পরেই শুরু হবে শারদীয় দুর্গাপুজা মহাউৎসব। এই উৎসবকে সামনে রেখে রাজশাহীর পুঠিয়া উপজেলা বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার এলাকার পুজ মন্ডপ পরিদর্শণ করেছেন পুঠিয়া থানার (ওসি) কবির হোসেন।
পুঠিয়া হিন্দু সংস্কার কল্যাণ সমিতির আহ্বায়ক গুরুপ্রসাদ দাস বলেন, প্রশাসন আমাদেরকে দুর্গাপূজার উপলক্ষে বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন এছাড়াও তারা সার্বক্ষণ আমাদের পাশে আছেন বলেও জানান। এতে করে আশা করা যায় শারদীয় দূর্গা উৎসবে কোন সমস্যা হবে না। এ বছরে পুঠিয়া উপজেলায় দুর্গা মন্ডপ রয়েছে ৪৭ টি এর মধ্যে উপজেলা সদরে রয়েছে ১৫ টি।
শারদীয় দুর্গাপুজা উপলক্ষে পূজা মন্ডপ গুলোতে আইন-শৃঙ্খলা বাহিনীর কমান্ডার প্রসঙ্গে কথা বলেন।
এছাড়াও প্রতিটি মণ্ডপের পূজা কমিটির সঙ্গে দেখা করে এবং বলেন আপনাদের যে কোন প্ররিস্থিতে আইন শৃঙ্খলা বাহিনীর আপনাদের সাথে আছে। আপনাদের জান- মালের নিরাপত্তা দেওয়া আইন-শৃঙ্খলা বাহিনীর কাজ করছে।
এছাড়াও পুঠিয়া থানার (ওসি) কবির হোসেন বলেন, আমরা আইন- শৃঙ্খলা বাহিনীর সকল সদস্য মাঠে আছে কেউ যদি কোন প্রকার দুর্গাউৎবে অপ্রীতিকর ঘটনা ঘটাতে চাই তাহলে আমরা তা বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের উসিয়ারি দেন।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew