ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে উপ স্বাস্থ্য কেন্দ্রের অফিস সহায়ককে নারী শিশু নির্যাতনের মামলায় আসামিদের আটক না করার কারনে ওসির অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালের দিকে পৌর এলাকার তালন্দ বাজারে এলাকাবাসীর ব্যানারে জনসাধারণ এমানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা জাকারিয়া হোসেন, মাওলানা লাল মোহাম্মদ, মাবুদ হোসেন, ফারুক হোসেন, জহুরুল ইসলাম, রেবেন সরকার, জালাল হোসেন ও মাইনুল ইসলাম। বক্তারা বলেন, গত ২৪ সেপ্টেম্বর থানায় নারী শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন উপ স্বাস্থ্য কেন্দ্রের অফিস সহায়ক নার্গিস বেগম। কিন্তু আসামীরা প্রকাশ্যে চলাচল করলেও রহস্য জনক কারনে আসামীদের গ্রেফতার করা হচ্ছে না। ঘটনার পর কয়েক দিন স্বাস্থ্য কেন্দ্র বন্ধ ছিল। কারন মাতাল অবস্থায় আসামী তালন্দ উত্তর পাড়া গ্রামের ওবায়দুর রহমান ওরফে হাবল, সারোয়ার জাহান সুজন ওরফে সজল ও শফিকর রহমান ওরফে শফি স্বাস্থ্য কেন্দ্রে প্রবেশ করে কর্মরত নার্গিস বেগমকে অকাথ্য ভাষায় গালি গালাজসহ তার জামা কাপড় ছিড়ে বেডে চোলাই মদ ঢেলে দেয়। ঘটনার সময় আসামি সজলকে আটক করে পুলিশ। কিন্তু বাকি দুই আসামীকে আটক করা হয়নি। পুলিশ রাজনৈতিক নেতার কথায় আটক করছেন আসামি দের। চিকিৎসা কেন্দ্রে মাতাল অবস্থায় প্রবেশ করে এমন ঘটনার জন্ম দিলেও তাদের কে আটক করা হচ্ছে না কেন এমন প্রশ্ন তাদের। । ঘটনার ১১ দিন পার হলেও কোন কিনারা করতে পারেননি প্রশাসন। এটা পুলিশ প্রশাসনের ব্যার্থতা ছাড়া কিছুই না। এজন্য ওসির অপসারণ দাবি করা হয়েছে। কারন ওসি রাজনৈতিক নেতার কথায় আসামি ধরছেন না।
বাদির স্বামী মাহবুব আলম বলেন, তারা মাদক সেবন করে চিকিৎসা কেন্দ্রে যে ধরনের ঘটনা ঘটিয়েছেন তা কোন স্বাভাবিক ঘটনা না। তারা আমার স্ত্রী কে ন্যায় অন্যায় ভাবে গালমন্দ করেছে। একজন আসামি কে গ্রেফতার করে বাকিদের আটক করেনি পুলিশ। এত স্পর্শ কাতর ঘটনার পরও যদি ন্যায় বিচার না পাওয়া যায় তাহলে পুলিশ প্রশাসনের উপর সাধারণ মানুষের কিভাবে আস্থা থাকবে। একজন সরকারি চাকুরী জীবির উপর এমন স্পর্শ কাতর হামলা হল আর পুলিশ বসে থাকছে এটা হতে পারে না। বাকি দু জন আসামি কে দ্রুত সময়ের মধ্যে আটক করা হোক।
মামলার তদন্ত কারী কর্মকর্তা এসআই মিজান জানান, একজন আসামি কে আটক করা হয়েছে বাকি দুজনকে আটকের জন্য অভিযান চলছে। আসামীরা প্রকাশ্যে চলাফেরা করলেও নাকি আটক হচ্ছে না জানতে চাইলে তিনি জানান, এটা সঠিক না, তবে কিছু সমস্যা তো আছেই।
থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান মিজান বলেন, একজন আসামি কে গ্রেফতার করা হয়েছে। বাকি দুজন আসামি পলাতক রয়েছে। তাদের ধরতে প্রতি নিয়তই অভিযান চলছে। মানববন্ধন ও অপসারণ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, কর্মসূচি পালন করা সবার অধিকার। আমি আমার জায়গা থেকে সঠিক কাজ করছি কিনা সেটাই বড় ব্যাপার।
প্রসঙ্গত, গত মাসের ২৪ সেপ্টেম্বর তারিখে তালন্দ উপ স্বাস্থ্য কেন্দ্রে আসামিরা মাতাল অবস্থায় প্রবেশ করে হামলা ভাংচুর, বেডে মাদক ফেলা ও অফিস সহায়কের জামা কাপড় ছিড়াসহ অপ্রীতিকর ঘটনা ঘটায়। ওই দিন এঘটনায় স্বাস্থ্য কেন্দ্রের অফিস সহায়ক নার্গিস বেগম বাদি হয়ে নারী শিশু নির্যাতন আইনে থানায় মামলা দায়ের করেন।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew