ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহীর বাগমারায় বিলসুতি বিল দখল নিতে গ্রামবাসীর উপর প্রভাবশালীদের অতর্কিত হামলায় স্থানীয় মৎস্যজীবী সহ ২০জন আহত হয়েছে।
এ ঘটনায় আহতদের পক্ষ থেকে বাগমারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ৫জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয় ভাবে চিকিৎসা প্রদান করা হয়। আহতরা হলেন, হেলাল উদ্দীন, রহিদুল ইসলাম, গয়ের আলী, সৈয়দ আলী ও সোহরাফ হোসেন কায়েস। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার দ্বীপপুর বাজারে মৎস্যজীবী সহ সাধারণ মানুষের উপর নেক্কারজনক এই হামলা চালায় আদর্শ মৎস্যজীবী সমিতির লোকজন। আদর্শ মৎস্যজীবী সমবায় সমিতির নাম ব্যবহার করে অমৎস্যজীবীরা সন্ত্রাসী কায়দায় বিলসূতি বিলে জোর পূর্বক মাছচাষ করছেন।
প্রশাসনের নিকট ভুল তথ্য দিয়ে বিলসূতীবিল তাদের নামে লীজ গ্রহণ করে। বিলের চার পাশের শতশত মৎস্যচীবী লীজের জন্য আবেদন করলেও তাদেরকে লীজ না দিয়ে অন্যদের নিকট লীজ প্রদান করা হয় বলেও অভিযোগ মৎস্যজীবীদের।
এরই জের ধরে মঙ্গলবার (২২ অক্টোবর) দ্বীপপুর আদর্শ মৎস্যজীবী সমিতির সভাপতি এসলাম সরদার সহ মাস্টার নজরুল ইসলাম, ছলিমদ্দিন, মাস্টার জিল্লুর রহমান বাবু, আব্দুল হান্নানের নেতৃত্বে আলতাফ হোসেন, জাহাঙ্গীর আলম, মকছেদ সহ ৩০-৩৫ জন সাধারণ মৎস্যজীবীদের পক্ষের লোকজনের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। তাদের হামলায় ২০জন আহত হয়। সাধারণ মানুষের উপর হামলার ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে দ্বীপপুর গ্রামবাসী। এতে বক্তব্য রাখেন, জাহিদুল ইসলাম, এমরান হোসেন, মোশারফ হোসেন, কামরুল ইসলাম সহ অনেকে।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রকৃত মৎস্যজীবীদের মাঝে বিলসূতীবিল লীজ না দিয়ে অমৎস্যজীবীদের লীজ দেয়ায় তা বাতিলের দাবীতে বিলসংলগ্ন বিভিন্ন গ্রামের শতশত মৎস্যজীবী ও সাধারণ কৃষকরা বিল উন্মুক্তের দাবিতে মানববন্ধন সহ বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করে। দীর্ঘ দিন ধরে স্থানীয় মৎস্যজীবী ওই বিলে মৎস্য আহারণ করে জীবন যাপন করে থাকে। বিলটি স্বার্থান্বেশী মহল ইজারা নেয়ার নামে পুরা বিলটি দখল নেয়। সেই সাথে বিলের ধারের মৎস্যজীবীদের মাছ ধরতে বাধা প্রদান করে আসছে। মাছ ধরতে গেলে হামলা-মামলা দিয়ে হয়রানি করা হয়। এর আগে কাডধারী মৎস্যজীবীরা বিলে মানববন্ধন করে। তাতে প্রশাসনের টনক না নড়ায় একপর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফস ঘেরাও করে তারা এছাড়া মানববন্ধন কর্মসূচী পালন করে।
পরবর্তীতে বিল ধারের কার্ডধারী শত শত মৎস্যজীবী ও জমির মালিকদের কর্মসূচী চলাকালে প্রশাসনের পক্ষ থেকে জমি যার মাছ তার বলে দেয়া হয়। সেই সাথে মৎস্যজীবী ব্যতীত যাদেরকে লীজ দেয়া হয়েছে সেটা বাতিলের পদক্ষেপ নেয়ার ঘোষণা দেয়া হয়। এছাড়াও বিলসূতি বিল নিয়ে প্রভাবশালীদের দায়েরকৃত মামলায় বেশ কয়েকজন সাধারণ মৎস্যজীবীকে জেলেও যেতে হয়েছে।
উপজেলা প্রশাসনের অনুমতি পেলেও সেটাকে বৃদ্ধাঙ্গুলী দেখাচ্ছেন তারা প্রভাবশালীরা। একপর্যায়ে মৎস্যজীবীদের সমঝোতার কথা থাকলেও সেটা করেননি প্রভাবশালীরা।
জানা যায়, উপজেলার দ্বীপপুর ও বড়বিহানালী ইউনিয়নের মাঝে বিলসূতি বিলের অবস্থান। বিলে প্রায় ৮ শতাধিক বিঘা জমি খাস থাকলেও অন্য জমি কৃষকদের মালিকানা রয়েছে। খাস জমি থাকায় ইজারা নিয়ে প্রকৃত মৎস্যজীবীরা প্রতিবারে মাছ দেয়। কিন্তু এবারে দ্বীপপুর আদর্শ মৎস্যজীবী সমবায় সমিতির নামে স্থানীয় মাষ্টার সেলিম রেজা, মাষ্টার ফজলুর রহমান, মাস্টার নজরুল ইসলাম, রেজাউল করিম, কামাল হোসেনসহ স্থানীয় প্রভাবশালী ও চাকুরীজীবীরা লিজ নেয়ার নামে পুরা বিল দখল নিয়েছে।
এ ঘটনায় আদর্শ মৎস্যজীবী সমিতির সভাপতি এসলাম সরদারের সাথে যোগাযোগ করা হলে তিনি হামলার কথা স্বীকার করে বলেন, আমাদের লোকজন সেখানে ছিল তারাই প্রথমে হামলা। ওই হামলায় আমাদের বেশ কয়েকজনকে আহত করে। তারা বর্তমানে চিকিৎসাধীন।
এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম তৌহিদ বলেন, হামলার ঘটনায় সাধারণ মৎস্যজীবীদের পক্ষ অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew