ধূমকেতু প্রতিবেদক : বরেন্দ্র উন্নয়ন কর্তপক্ষের বিএমডিএ সেচ নীতিমালা ২০০৮ এর পরিবর্তন এবং কৃষকবান্ধব পানি ব্যবস্থাপনার দাবিতে বরেন্দ্র অঞ্চলের কৃষকদের কৃষকবন্ধন। বরেন্দ্র ডিপ অপারেটর নিয়োগে কৃষক সমতির মধ্যে থেকে নির্বাচন করে এবং বরেন্দ্র ডিপ ব্যবস্থাপনার দায়িত্ব কৃষক সংগঠনকে দেবার দাবি জানান কৃষকগণ।
আজ ( ১১ নভেম্বর ২০২৪) সোমবার সকাল ১১ ঘটিকায় রাজশাহী সাহেব বাজার জিরোপয়েন্টে তানোর, গোদাগাড়ি, পবা উপজেলাসহ বরেন্দ্র অঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে আগত কৃষকগণ কৃষকবন্ধনের আয়োজন করেন। কৃষকবন্ধনটি সবুজ সংহতি রাজশাহী, বরেন্দ্র কৃষক জনসংগঠন সমন্বয় কমিটি, সচেতন নাগরিক কমিটি ও উন্নয়ন গবেষণা প্রতিষ্টান বারসিক’র উদ্যোগে আয়োজন করা হয়।
বক্তরা বলেন- বরেন্দ্র অঞ্চলের কৃষির উন্নয়নে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করেছে কৃষকের সমস্যা সমাধানে । কিন্তু বরেন্দ্র উন্নয়ন কতৃপক্ষের কিছু বৈষম্যমূলক নিয়ম নীতিরন কারনে কৃষক পানির অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। খাস পুকুর, দিঘি এবং জলাধারগুলো লিজ প্রথার নামে প্রভাবশালীরা লিজ নেয়, সেখানে প্রান্তিক মানুষসহ কৃষকের পানির অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। অন্যদিকে বরেন্দ্র ডিপগুলো প্রভাবশালীরা ডিপের অপারেটর হিসেবে নিয়োগ পায়। ডিপের অপারেটর নিয়োগে কৃষক সমিতিকে গুরুত্ব দেয়া হয়না। বরেন্দ্র অফিস থেকে ডিপ অপারেটর নিয়োগ দেয়া হয়। যার ফলে সঠিক সময়ে পানি না পাওয়া, পানির দাম বেশি নেয়াসহ নানা অনিয়ম দেখা দেয়।
কৃষকবন্ধনে অংশ নেয়া কৃষক ও কৃষক সংগঠনের সভাপতি জাহেদুল ইসলাম বলেন- কথা ছিলো ডিপকে কন্দ্রে করে কৃষক সংগঠন ডিপ পরিচালনা করবে, কিন্তু তা না করে বরেন্দ্র অফিস থেকে দেনদরবার করে প্রভাবশালীরা ডিপ অপারেটর হিসেবে নিয়োগ পায়। ”
কৃষক খায়রুল ইসলাম বলেন- ডিপ অপারেটররা কৃষকদের জিম্মি করে রেখেছে। তাই অপারেটর নিয়োগে কৃষক সংগঠনকে দায়িত্ব দিতে হবে।
কৃষক সংগঠন এবং সচেতন নাগরিক কমিটির সভাপতি আলমাস বলেন-“ বিএমডি সেচ নীতিমালা গলদের কারনে ডিপ ব্যবস্থাপনা বরেন্দ্র কৃর্তপক্ষের হাতে থাকে। তিনি এই নীতিমালাটির পরিবর্তন চান।
সবুজ সংহতির সভাপতি, নদী ও পরিবেশ গবেষক মাহবুব সিদ্দিকী বলেন- বরেন্দ্র অঞ্চলের নদ নদী, খাল খাড়ি গুলো সংস্কার করতে হবে, লিজ বন্ধ করে এগুলো কৃষককে ব্যবহারের জন্য দিতে হবে।
আদিবাসী যুব নেত্রী সীমা মার্ডি বলেন- ডিপ অপারেটরের স্বেচ্ছাচারিতার কারনে পানির জন্য গোদাগাড়িতে দুজন আদিবাসী কৃষক জীবন দিয়েছে। আমরা আর চাইনা এমন পরিস্থিতি তৈরী হোক। তিনি ডিপের ব্যবস্থাপনা কৃষকদের হাতে দিতে বলেন।
কৃষকবন্ধনে আরো বক্তব্য রাখেন- বরেন্দ্র ইয়ুথ ফোরামের যুগ্ন সদস্য সচিব ও ইয়্যাস এর সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, কৃষক জিতেন্দ্রনাথসহ প্রমুখ ব্যক্তিবর্গ। কৃষকবন্ধনে সঞ্চালনা করেন বারসিক’র গবেষক ও আঞ্চলিক সমন্বয়কারি মোঃ শহিদুল ইসলাম।
কৃষকবন্ধন শেষে কৃষক ।ালমাস আলী ৫ দফা দাবি তুলে ধরেন এবং সেটি স্মারকলিপি আকারে রাজশাহী বিভাগীয় কমিশানারের মাধ্যমে কৃষি মন্ত্রণায়ের উপদেষ্টা বরাবর প্রেরণ করেন। একইসাথে কৃষকরা বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বারাবর দাবিগুলো তুলে ধরেন।
কৃষকের দাবিগুলো হলো:
০১। বৈষিম্যমূলক ‘বিএমডিএ সেচ নীতিমালা-২০০৮’ পরিবর্তন করে কৃষকবান্ধব করতে হবে।
০২। ডিপ পরিচালনার জন্য সম্পূর্ণ ক্ষমতা কৃষক সমিতি/ কৃষক সংগঠনকে দিতে হবে। সমিতির মাধ্যমেই ডিপ অপারেটর ঠিক করবেন।
০৩। সরকারি জলমহাল ব্যবস্থাপনা নীতিমালা ২০০৯ পরিবর্তন করে কৃষক ও জনবান্ধব করতে হবে।
০৪। খাস পুকুর দিঘি, জলাধার জলমহালগুলো স্থানীয় জনগোষ্ঠীর ব্যবহারের জন্য উন্মুক্ত করে দিতে হবে, লীজ দেয়া যাবেনা।
০৫। বরেন্দ্র অঞ্চলের সকল প্রাকৃতিক জলাধারগুলো সংস্কার করতে হবে। দখলমুক্ত করে সেগুলো কৃষকদের সেচের ব্যবস্থা করে দিতে হবে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew