ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহীর বাগমারায় বেসরকারি ব্যবস্থাপনায় যাত্রা শুরু করলো আল-আকসা ইসলামী ডায়াগনস্টিক সেন্টার এন্ড ক্লিনিক ও ফার্সেমী। প্রত্যন্ত এলাকার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিতের লক্ষ্য নিয়ে সোমবার বাদ মাগরিব উপজেলার দেউলিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন মসজিদের পাশেই আল-আকসা ইসলামী ডায়াগনস্টিক সেন্টার এন্ড ক্লিনিক ও ফার্সেমীর শুভ উদ্বোধন করা হয়েছে।
আল-আকসা ইসলামী ডায়াগনস্টিক সেন্টার এন্ড ক্লিনিক ও ফার্সেমীর উদ্বোধন উপলক্ষে ক্লিনিকে এক আলোচনা সভা দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। আল-আকসা ইসলামী ডায়াগনস্টিক সেন্টার এন্ড ক্লিনিক ও ফার্সেমীর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক একরামুল হকের সভাপতিত্বে এবং মাওলানা হাফিজুর রহমানের পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল-আকসা ইসলামী ডায়াগনস্টিক সেন্টার এন্ড ক্লিনিকের গাইনী বিশেষজ্ঞ ডাক্তার শারমিন আক্তার, ডাঃ আহসান হাবীব, ডাঃ আলমগীর কবীর, ডাঃ লুৎফুল কবীর চৌধুরী লিখন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রভাষক আফজাল হোসেন, প্রভাষক মামুনুর রশিদ, শিক্ষক রেজাউল করিম সহ এলাকার সুধীবৃন্দ।
আল-আকসা ইসলামী ডায়াগনস্টিক সেন্টার এন্ড ক্লিনিকে নিয়মিত রোগী দেখবেন বিশেষজ্ঞ চিকিৎসকগণ। এখানে আধুনিক প্যাথলজি বিভাগের মাধ্যমে রোগ নির্ণয়ের সকল ব্যবস্থা রয়েছে। আধুনিক সব চিকিৎসা সরঞ্জামাদি নিয়ে যাত্রা শুরু করলো ক্লিনিকটি। নারী ও শিশু সহ পুরুষের সকল প্রকার রোগের সুচিকিৎসা প্রদানের লক্ষ্যে আল-আকসা ইসলামী ডায়াগনস্টিক সেন্টার এন্ড ক্লিনিক ও ফার্সেমী চালু করা হয়েছে। সেই সাথে গরীব ও প্রতিবন্ধী রোগীদের জন্য রয়েছে বিশেষ সুবিধা।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew