ধূমকেতু প্রতিবেদক : দেশ তিনবার স্বাধীন হয়েছে। বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭১ সালে স্বাধীনতার ডাক দিয়ে দেশকে স্বাধীন করেছিলেন। এরপর ১৯৭৫ সালে সিপাহী-জনতা আরেকবার স্বাধীন করেন। সর্বশেষ ছাত্র-জনতা ২০২৪ সালের ৫ আগস্ট রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে বাংলাদেশকে তৃতীয়বার স্বাধীন করেছেন। রোববার বিকেলে রাজশাহী মহানগর তাঁতী দলের আয়োজনে রাজশাহী মহানগরীর মনিচত্বর মাঠে আয়োজিত বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে তাঁতীদল কেন্দীয় কমিটির আহবায়ক আবুল কালাম আজাদ এই কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে দীর্ঘ সাড়ে ছয় বছর জেলে রেখেছিলো। এছাড়াও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সম্পুর্ন মিথা ও বানোয়াট আশিটির অধিক মামলা দিয়েছে। সেইসাথে এক-দুইটি মামলায় সাজাও দিয়েছেন এই ফ্যাসিস্ট খুনি হাসিনার দোসররা। এটা খুনি হাসিনার নির্দেশে হয়েছে বলে উল্লেখ করেন তিনি। তারেক জিয়া বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। প্রধান অতিথি তারেক জিয়ার সকল মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহারের দাবী জানান।
প্রধান অতিথি আরো বলেন, দেশে বর্তমানে অন্তবর্তীকালীন সরকার রয়েছে। এই সরকার সংস্কার করার কথা বললেও এর অগ্রগতি তেমন দেখাতে পারছেন না। এছাড়াও নতুনভাবে উপদেষ্টা মন্ডলীতে আওয়ামী দোসরদের অন্তর্ভূক্ত করছেন। এ অবস্থা থেকে বিরত থাকার জন্য আহবায়ক জানান তিনি। তিনি বলেন, নির্বাচিত সরকার ছাড়া দেশের প্রকৃত সংস্কার কেউ করতে পারেনা। তারেক জিয়া অনেক আগেই দেশকে সংস্কার করার জন ৩১দফা দিয়েছেন। দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে দূত নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচনের দাবী জানান তিনি। আর তা না হলে আবারও ছাত্র-জনতাকে সাথে নিয়ে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা রাজপথে নেমে এই সরকারকে বিতারিত করবে বলে বক্তব্যে উল্লেখ করেন তিনি।
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু সাঈদ চাঁদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব হাজী মজিবুর রহমান, বিএনপি রাজশাহী মহানগরের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, তাঁতী দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক শহীদুল্লাহ, সিদ্দিক ও এচাহক আলী, রাজশাহী জেলা তাঁতী দলের সভাপতি কুতুব উদ্দিন বাদশা ও সাধারণ সম্পাদক এম মুঈদ খান।
রাজশাহী মহানগর তাঁতী দলের সভাপতি মোশারফ হোসেন কাজল এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিলন শেখ এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর কৃষক দলের আহবায়ক শরফুজ্জামান শামীম ও রাজশাহী মহানগর তাঁতী দলের সহ-সভাপতি লিটনসহ মহানগর তাঁতী দল ও এর অন্তর্ভূক্ত বিভিন্ন থানা ও ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, আহবায়ক, সদস্য সচিব ও যুগ্ম আহবায়ক গণসহ বিভিন্ন পর্য়ায়ের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে বর্নাঢ্য র্যালি বের করেন নেতৃবৃন্দ। সিএন্ডবি মোড় হতে র্যালি বের করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালি শেষ করেন। এছাড়াও এ উপলক্ষে সকাল ৮টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন নেতৃবৃন্দ।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew