ধূমকেতু নিউজ ডেস্ক : পটুয়াখালীর কলাপাড়ায় কোচিং সেন্টারে পড়া অবস্থায় ৯ ছাত্রী অসুস্থ হয়ে কলাপাড়া হাসপাতালে ভর্তি হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) রাত নয়টার দিকে পৌর শহরের রহমতপুর জিএমএস টিসিং হোম কোচিং সেন্টারে এ ঘটনা ঘটে।
অসুস্থ শিক্ষার্থীরা হলো- শারমিন (১৪), সমৃদ্ধা (১৩), ফাতিমা (১৪), ফারজানা (১৪), জেরিন (১৪), রুবা (১৪), ফাতিমা (১৩), হুমায়রা (১৫) ও মমতাজ (১৪)।
ওই কোচিংয়ের শিক্ষক রিপন জানান, প্রথমে একজন শিক্ষার্থী শ্বাসকষ্টজনিত সমস্যায় অসুস্থ হয়ে পড়ে। পরপরই শিক্ষকের ঘরে থাকা নেবুলাইজার দ্বারা শিক্ষার্থীকে নেবুলাইজ করা হয়। ওই শিক্ষার্থীর সমস্যা দেখে আরও তিন শিক্ষার্থী একইভাবে তাৎক্ষণিক অসুস্থ হয়ে পড়ে। তারপর তাদের সবাইকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা চলা অবস্থায় আরও ৫ জনসহ মোট ৯ শিক্ষার্থীকে ভর্তি করা হয়। তারা সকলেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছে।
কলাপাড়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার বিকাশ জানান, আহত সকল শিক্ষার্থী শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছে। প্রাথমিকভাবে তিনি ধারণা করছেন এটি সাইকোলজিক্যাল সমস্যা হতে পারে। কারণ একজন শিক্ষার্থী অসুস্থ হওয়ায় দেখাদেখি অন্য শিক্ষার্থীরা একইভাবে অসুস্থ হয়েছে। তাদের সকলকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এদের মধ্যে তিনজনের সমস্যা একটু জটিল হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকিরা কিছুটা সুস্থ হয়েছে। তাদের এখানেই রাখা হবে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew