IMG-LOGO

রবিবার, ১লা ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
১৬ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে জমাদিউল আউয়াল ১৪৪৬ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মনোয়ার হোসেন মনো চলে গেলেন না ফেরার দেশেক্রীড়াই পারে মাদক ও সন্ত্রাসমুক্ত একটি জাতী গঠনে সহায়তা করতে: মিলনবাঘায় শিক্ষকের বাড়িতে হামলা,ভাংচুর, চুরির অভিযোগে ৩৫ জনের বিরুদ্ধে মামলাবিগত সরকার দেশটাকে কারাগারে পরিণত করেছিল: জামায়াত আমিরসেন্টমার্টিনের উদ্দেশে ছাড়ল জাহাজমহান বিজয়ের মাস শুরুআজ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায়গাজায় ইসরায়েলি হামলা, নিহত আরও ১০০ ফিলিস্তিনিগ্রেফতারের পর যে কারণে মুন্নী সাহাকে ছেড়ে দিল ডিবি‘সংস্কার নিয়ে চিন্তা নেই, জাতীয় সরকার বাস্তবায়ন করবে’‘ভারতীয় মিডিয়ার ভূমিকা স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠায় প্রতিবন্ধক’ভূট্টা চাষে ব্যস্ত রায়গঞ্জের কৃষকেরাগণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের দাবীতেমহাদেবপুরে বাসদের বিক্ষোভ সমাবেশপোরশায় ভারতীয় মহিষ সহ চোরাকারবারি আটককুষ্টিয়ায় বিষমুক্ত সবজি চাষে আগ্রহ বাড়ছে
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাঘায় শিক্ষকের বাড়িতে হামলা,ভাংচুর, চুরির অভিযোগে ৩৫ জনের বিরুদ্ধে মামলা

বাঘায় শিক্ষকের বাড়িতে হামলা,ভাংচুর, চুরির অভিযোগে ৩৫ জনের বিরুদ্ধে মামলা

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহী বাঘার গৌরাঙ্গপুর গ্রামের বাসিন্দা ও একটি সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বাদি হয়ে ৩৫ জনের বিরুদ্ধে বাড়ি ঘরে হামলা,ভাংচুর,মারপিট করে নগদ টাকা ও সোনার গহনা চুরির অভিযোগে রাজশাহীর বিজ্ঞ আদালতে মামলা করেছেন। মামলার বাদি উপজেলার গৌরাঙ্গপুরের বাসিন্দা মৃত ফয়েজ উদ্দীনের ছেলে।

মামলায় তিনি অভিযোগ করেছেন, আসামীগণ দল ভুক্ত মাদক কারবারী, ইমু হ্যাকার, সন্ত্রাসী, চাঁদাবাজ, মাস্তান প্রকৃতির লোক। গত শনিবার ( ১৬/১১/২০২৪ ইং) বিকাল সাড়ে ৪টায় পূর্ব শত্রুতার জের ধরে-দেশীয় অস্ত্র চাইনিজ কুড়াল, হাসুয়া, বাঁশের লাঠি, লোহার রড,হাতুড়ি নিয়ে বাদির বাড়ীর সামনে দলবদ্ধ হয়ে হাজির হয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। তাদের গালাগালি করতে নিষেধ করিলে আসামী উজ্জল ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা চাঁদা দাবি করে। তাকে চাঁদা দিতে অস্বীকার করলে আসামী মশগুল হুকুম দেয়, “শালা চাঁদা দিবে না ওর বাড়ী ঘর লুট করে নে”। এই হুকুম পাওয়ার সাথে সাথে আসামী শুকচান,শামীম হাতুড়ী দিয়ে বাদির ১,১৫,০০০/- (এক লক্ষ পনেরো হাজার) টাকা মূল্যের একটি ১০০ সিসি লাল রংয়ের হিরো হোন্ডা ভেঙ্গে তছনছ করে এবং দরজার তালা ভেঙ্গে দলবলসহ বাড়ীর ঘরের মধ্যে প্রবেশ করে। আসামী শরিফ ও মনি ঘরের মধ্যে থাকা প্রাইমারি স্কুলের কাজে ব্যবহৃত ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা মূল্যেও ল্যাপটপ ভাংচুর করে। আসামী মিলটন বাদীর আম বাগান বিক্রয়ের ২,৭০,০০০/- (দুই লক্ষ সত্তর হাজার) টাকা শো-কেশের ড্রয়ার হইতে চুরি করে নেয় এবং আসামী ঝন্টু ওয়ার ড্রপের মধ্যে থেকে ৪,০০,০০০/- (চার লক্ষ) টাকা মূল্যের ৪ (চার) ভরি স্বর্ণের গহণা চুরি করে। আসামী মুন্না ও জুয়েল জমির দলিলপত্র এবং স্কুলের যাবতীয় কাগজপত্র বাহির করিয়া আগুন ধরিয়া পুড়িয়া দেয়। তাদের বাধা প্রদান করিলে আসামী শুকচান, শামীম, শরিফ, রব্বেল বাড়ীর মূল গেট ভেঙ্গে বাড়ীর ভেতরে ঢুকে আমাকে এলোপাথাড়ী মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে ছিলাফুলা, কালশিরা জখম করে।

চিৎকারে সাক্ষীগণ আগাইয়া আসে এবং বাদিকে উদ্ধারের চেষ্টা করে। ওই সময় আসামীগণ ৩নং সাক্ষীর ভাই রবিউলের বাড়ী ভাংচুর করে এবং আসামী মনি, ময়েন, সাহেব, ফরহাদ তার বাড়ীতেও প্রবেশ করে তার আলমারীর ড্রয়ার হইতে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা এবং সেলিম ও ফয়সাল ১,২০,০০০/- (এক লক্ষ বিশ হাজার) টাকা ১ (এক) ভরি স্বর্ণালংকার চুরি করে নেয় যাহার মূল্য । এছাড়াও আসামীরা জামাত আলী ও আমিরুলের বাড়ীর বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করিয়া প্রায় ৮০,০০০/- (আশি হাজার) টাকা ক্ষতি সাধন করে।

আসামী রাসেল, রমজান, রানা ডাবলু, সেলিম, উজির, ময়েন, কাসার থালা বাসন বস্তায় ভরিয়া চুরি করে নেয়। অন্যান্য আসামীগণ দরজা, জানালা, টিভি, ফ্রীজ ভাংচুর করে ইহাতে প্রায় ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকার ক্ষতি সাধিত হয়। মামলার ১ নং সাক্ষী বাদীর স্ত্রী বাধা দিলে আসামী ফারুক তাহার গলা চাপিয়া ধরিয়া শ্বাসরোধ করিয়া হত্যার চেষ্টা করে। অন্যান্য সাক্ষীসহ এলাকার লোকজন আগাইয়া আসিলে আসামীগণ তান্ডব চালাইয়া হত্যার হুমকি দিয়া চলে যায়। থানায় মামলা করতে না পেরে ঘটনার দুইদিন পর ৩৫ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা করেন। (মামলা নং সি আর-৪৭৫)। আসামীগন উপজেলার গৌরাঙ্গপুর ও পাকুড়িয়া গ্রামের বাসিন্দা। যোগাযোগ করেও আসামীগনের বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় বিএনপি নেতা সহকারি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন জানান,ছেলেদের মধ্যেকার ছোট একটি বিষয় নিয়ে বড় আকার ধারন করেছে। বাঘা থানার ওসি আবু সিদ্দিক জানান,দুই পক্ষে দুইটা মামলা হয়েছে।।#

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : dhumkatunews20@gmail.com. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news