ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় একটি রাস্তার আরসিসি ঢালাই কাজ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া। আজ সোমবার উপজেলার সতিহাটের উন্নয়নে নির্মিত রাস্তার কাজটি পরিদর্শন করেন তিনি।
সতিহাটের বড় মসজিদ থেকে রশিদুলের দোকান পর্যন্ত এ রাস্তাটি নির্মাণ করা হচ্ছে। হাটের উন্নয়ন তহবিলের টাকায় তিনটি প্রকল্পের মাধ্যমে কাজটি বাস্তবায়ন করা হচ্ছে। এতে ব্যয় ধরা হয়েছে ৬ লাখ টাকা। উপজেলা প্রকৌশল অধিদপ্তর কাজটি তদারকি করছে।
এ সময় গনেশপুর ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, ইউপি সদস্য সোহরাব হোসেন, আলিম উদ্দিন, আব্দুস সালাম বিমল চন্দ্র মÐল, ইউপি সচিব রফিকুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া বলেন, হাটের উন্নয়ন তহবিলের টাকায় রাস্তাটি নির্মাণ করা হচ্ছে। কাজটি সঠিকভাবে বাস্তবায়নের লক্ষে এলাকার লোকজনের সঙ্গে কথা বলেছি। প্রত্যেকটি কাজের গুনগত মান যাচাই করে বিল প্রদান করা হবে।#
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew