ধূমকেতু প্রতিবেদক : ‘নারী-কন্যার সুরক্ষা করি সহিংসতামুক্ত বিশ্ব গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৫ নভেম্বর হতে ১০ ডিসেম্বর পর্যন্ত ‘‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ’’ উদযাপন উপলক্ষ্যে সোমবার সকাল ১০টায় র্যালি ও পথসভা করা হয়। সেইসাথে নারী নির্যাতন প্রতিরোধে গান পরিবেশন করা হয়। রাজশাহী জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, রাজশাহীর যৌথ উদ্যোগে রাজশাহী কোর্ট শহীদ মিনার চত্বরে এই র্যালি ও পথসভা কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার। সভাপতিত্ব করেন রাজশাহী মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শবনম শিরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) উম্মে কুলসুম শম্পা ও জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরিন। এছাড়াও জেলা ম্যজিস্ট্রেটগণ, ব্র্যাক, ইউসেপ, সচেতন, এসিডি ও দিনের আলো হিজড়া সংঘসহ সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, নারী-পুরুষ একে অপরের সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। একক ভাবে কোন উন্নয়ন করা সম্ভব নয়। বর্তমান সময়ে নারী-পুরুষের মধ্যে সরকারীভাবে সমতা ঘোষনা করা হলেও এখনো অনেক ক্ষেত্রে নারীরা অবহেলিত ও নির্যাতিত। তিনি বলেন, নারী নির্যাতন প্রতিরোধ করতে হলে পুরুষদের আগে এগিয়ে আসতে হবে। তাহলেই পরিবার, সমাজ ও দেশ থেকে নারী নির্যাতন প্রতিরোধ করা সম্ভব বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরো বলেন, নারীদের অর্থনৈতিকভাবে ক্ষমতায়ন করতে হবে। নারীরা আয় করতে পারলে এবং সংসারে কিছুটা সহযোগিতা করতে পারলে নির্যাতন অনেক কমে আসবে। এক কথায় নারীরা ক্ষমতায়িত হলে, তারা নিজের আয়ে নিজে চলতে শিখলে এই করুন অবস্থা আর থাকবেনা বলে জানান তিনি। বর্তমানে নারীরা যেভাবে এগিয়ে যাচ্ছে সেভাবেই এগিয়ে গেলে দ্রæত সময়ে মধ্যে নারী-পুরুষের ভারসাম্য আসবে উল্লেখ করে প্রতিটি কন্যা শিশুকে স্কুলে পাঠিয়ে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করার আহŸান জানান তিনি। সেইসাথে নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে দেশের প্রচলিত যে আইন আছে তা যথাযথভাবে প্রয়োগের দাবী জানান প্রধান অতিথি।
বক্তব্য শেষে কোট শহীদ মিনারের নিকট হতে বর্নাঢ্য র্যালি বের করে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে দিয়ে প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে পুণরায় শহীদ মিনারে সামনে গিয়ে শেষ হয়। সেখানেই পথসভা অনুষ্ঠিত হয়।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew