ধূমকেতু প্রতিবেদক, আনোয়ারা : চট্টগ্রাম আনোয়ারায় ১৬০ পিচ ইয়াবা, ৪টি দেশীয় অস্ত্র (চাকু) ও নগদ ২ লক্ষ ৩৫ হাজার টাকাসহ এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে।
রবিবার (৯) ডিসেম্বর রাত সাড়ে ৮টায় উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে সেনাবাহিনী।
আটককৃত মোছাঃ রাবেয়া খাতুন (৬০) উপজেলা রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামের মোঃ ইউনুসের স্ত্রী। স্বামী ও স্ত্রী মিলে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসাসহ অনৈতিক কর্মকাণ্ড করে আসছিল।
সেনাবাহিনী সূত্র জানায়, নিজ বসতঘরে ইয়াবা বেচাকেনা করে আসছিল স্বামী ও স্ত্রী। এমন অভিযোগ পেয়ে ওই গ্রামে অভিযান চালানো হয়। এ সময় তাদের বসতঘর ঘেরাও করা হয়। টের পেয়ে মাদক ব্যবসায়ী মোঃ ইউছুপ পালিয়ে যায় এবং ইয়াবা ব্যবসার সাথে জড়িত তার স্ত্রীকে আটক করা হয়।
পরে বাসা তল্লাশি করে ১৬০ পিচ ইয়াবা, ইয়াবা সেবন, ইয়াবা বিক্রয় এর সরঞ্জাম, দেশীয় অস্ত্র ৪টি (চাকু) এবং নগদ ২ লক্ষ ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয় করা হয়।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনির হোসেন জানান, সেনাবাহিনী কর্তৃক অভিযান চালিয়ে ইয়াবা, দেশীয় অস্ত্র এবং নগদ টাকা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew