ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছীতে কৃষক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গরীব ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই শতাধিক শীতবস্ত্র বিতরণ করেন বদলগাছী উপজেলা কৃষক দল।
শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেল ৫ টায় জহুরুল ইসলামের সভাপতিত্বে বদলগাছী চারমাথা এলাকার বিএনপির অস্থায়ী পার্টি অফিসে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল তিনি বলেন, শীতার্তদের মাঝে মানবিক সহায়তা প্রদান অব্যাহত থাকবে। আপনারা জানেন, গত কয়েক দিন থেকে শীতের তীব্রতায় জন জীবন স্থবীর হয়ে পড়েছে। অসহায় ও হতদরিদ্র মানুষের কথা চিন্তা করে শুধু উপজেলা কৃষক দল নয়, সমাজের বিত্তশালীদেরও শীতার্তদের পাশে দাঁড়ানোর আহব্বান জানান। তাহলেই মানবিক বাংলাদেশ গড়ে উঠবে।
তিনি আরো বলেন, মেড্যাম খালেদা জিয়া যখন দেশের প্রধানমন্ত্রী ছিলেন, তখন প্রতিটি কৃষকের পাঁচ হাজার টাকা করে ঋণ মওকুফ করে দেন। শুধু তাই নয়, আমাদের সুজলা-সুফলা দেশের প্রধান উৎস কৃষি। আর এই কৃষি নির্ভর দেশে প্রতিটি কৃষক যেন ফসলের ন্যায্য দাম পায় তা নিশ্চিতে কাজ করছে কৃষক দল।
বক্তব্য শেষে প্রধান অতিথি উপজেলার ৮টি ইউনিয়নে অসহায় ও গরীব মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, সিনিয়র সহ-সভাপতি মো.জাকির হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. রবিউল হাসান প্রমূখ।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew