ধূমকেতু প্রতিবেদক,মান্দা : বাংলাদেশ বেতার রাজশাহীর আয়োজনে সচেতনতামুলক আলোচনা সভা ও শ্রোতা আনন্দমেলা অনুষ্ঠিত হয়েছে। শিশু, কিশোর-কিশোরী ও সচেতনতামুলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার কালিগ্রাম ফুটবল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রাজশাহী বেতারের সংবাদ পাঠক ও বিশিষ্ট ধারাভাষ্যকার আব্দুর রোকন মাসুম।
বাংলাদেশ বেতার রাজশাহীর আঞ্চলিক পরিচালক হাসান আখতারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপ-আঞ্চলিক পরিচালক জান্নাতুন ফেরদৌস, সহকারী পরিচালক ফারজানা ইয়াসমিন, শাহ্ কৃষি তথ্য পাঠাগার ও জাদুঘরের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম শাহ প্রমুখ।
আলোচনা শেষে বাংলাদেশ বেতার রাজশাহীর শিল্পীরা গান, নাটিকা ও গম্ভীরা পরিবেশন করে। অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।#
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew