ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় মহান বিজয় দিবস-২০২৪ উপলক্ষ্যে গোবিন্দপাড়া ইউনিয়নের বিল মাললী বিল মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত ঘোষণা করা হয়েছে।
দীর্ঘ পাঁচ বছর যাবৎ আওয়ামী লীগ নেতা ও চেয়ারম্যান হাবিবুর রহমান সহ কিছু সুবিধা বাদীরা বিলটি তাদের কব্জায় রেখেছিলেন।
তারা নানা অজুহাতে বিলটি দখলে রাখতে চায়। আজ সোমবার বেলা সাড়ে বারোটায় একযোগে বিলধারের মৎস্যজীবীরা মৎস্য আহরণ করতে থাকে।
মৎস্য চাষী আফজাল হোসেন, তাজ উদ্দিন, মহসিন আলী, আনিসুর রহমান, শহিদুল ইসলাম, মন্টু রহমান, আব্দুর রাজ্জাক, সোহেল রানা সহ অনেকেই ১৬ ডিসেম্বর মাছ ধরতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন।
গোবিন্দপাড়া ইউনিয়ন জামায়াতের আমির অধ্যাপক বাবুল হোসাইন বলেন, মৎস্যজীবীদের হকের প্রতি আমাদের গুরুত্ব দেয়া উচিত। তারা মাছ ধরতে না পেরে মানবেতর জীবনযাপন করছেন। গোবিন্দপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং বিএনপি নেতা হাবিবুর রহমান বলেন, ওই বিলে আমার কোন শেয়ার নেই। ১৮ বছর আওয়ামী লীগের কতিপয় লোক ভোগ দখলে রয়েছে। জনপ্রতিনিধি হিসেবে খোঁজ খবর রাখতে হয়।
বাগমারা উপজেলা নির্বাহী অফিসার মুঠোফোনে জানান, আজ ১৬ ডিসেম্বর উপলক্ষে আনুষ্ঠানিক ভাবে বিল মাললীবিল উন্মুক্ত ঘোষণার কথা ছিল। মৎস্য চাষীরা সময় চাইছে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew