ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির (বিআরপিওয়া) বার্ষিক সাধারণ সভা (এজিএম)-২০২৪ আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে উক্ত সাধারণ সভা অনুষ্ঠিত হবে।
সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ও বিআরপিওয়া এর প্রধান পৃষ্ঠপোষক বাহারুল আলম, বিপিএম-সেবা। বিশেষ অতিথি হিসাবে থাকবেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো: সাজ্জাত আলী, পিপিএম, এনডিসি। সভায় সভাপতিত্ব করবেন বিআরপিওয়া এর ভারপ্রাপ্ত সভাপতি ড. এম আকবর আলী, বিপিএম, পিপিএম।
দেশমাতৃকার বিরুদ্ধে সকল ষড়যন্ত্রকে রুখে দিতে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি (বিআরপিওয়া) বদ্ধপরিকর। ইতোমধ্যে বাংলাদেশে ভারতীয় আগ্রাসন ও অপপ্রচারের প্রতিবাদে গত ১১ ডিসেম্বর সংগঠনটি রাজধানীতে মিছিল সমাবেশ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবাদলিপি দিয়েছে। পুলিশোন্নয়ন ও পুলিশ-জনগণ সম্পর্কোন্নয়নে এ প্রতিষ্ঠানকে বলিষ্ঠ কন্ঠস্বর হিসেবে গড়ে তুলতে প্রত্যয়ী। এ প্রতিষ্ঠান অসহায় বয়স্কদের চিকিৎসা সেবা, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা কার্যক্রম ও দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং দেশের প্রয়োজনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকেন।
এমতাবস্থায়, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাগণ সভায় ব্যাপকভাবে উপস্থিত হয়ে তাদের দাবি-দাওয়াগুলোকে সবল করবেন বলে আশা করা হচ্ছে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew