ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌর বিএনপি এখন তিন ভাগে বিভক্ত।এরই মধ্যে দুই ভাগকে বাদ দিয়ে চলছে এক পক্ষের ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠনের প্রক্রিয়া।ইতিমধ্যে প্রায শেষ করা হয়েছে ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন।১ জানুয়ারি (বুধবার) বিকেলে রহনপুর পৌরসভার স্লুইসগেট এলাকায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেন রহনপুর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তারিক আহমেদ। এতে অংশ নেন সম্প্রতি গঠিত হওয়া ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিতে পদবঞ্চিত নেতাকর্মীরা।তাদের বক্তব্যে উঠে এসেছে বিএনপির একটি বৃহত্তর অংশকে বাদ দিয়ে কমিটি গঠনের ক্ষোভ। সভায় সভাপতিত্ব করেন রাধানগর ইউনিয়নের বিএনপি নেতা মোজাম্মেল হক।
বক্তব্য রাখেন রহনপুর ইউনিয়নের বিএনপি নেতা শফিকুল ইসলাম, রাধানগর ইউনিয়নের জাকির খান, গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির নেতা কামরুজ্জামান বাবু, রহনপুর ইউনিয়ন বিএনপির নেতা মনিরুল ইসলাম মুনি,সাবেক পৌর কাউন্সিলর জুয়েল ইসলাম, যুবদল নেতা আব্দুল্লাহ,ছাত্রদল নেতা আসিফ আহমেদসহ অন্যরা। সভায় বক্তারা বিএনপির একটি বৃহত্তর অংশকে বাদ দিয়ে পকেট কমিটি গঠনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।এছাড়া, সভা শেষে পদবঞ্চিত নেতাকর্মীদের গণস্বাক্ষর সম্বলিত দুটি আবেদন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেয়ার সিন্ধান্ত গ্রহণ করা হয়।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew