ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় আওয়ামী লীগ নেতা ওলিউ্জ্জামান মন্টু (৬৩) দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন। তিনি পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। শনিবার সকাল দশটার দিকে পুঠিয়ার বিড়ালদহ মাজার এলাকায় এ ঘটনা ঘটে। তিনি সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারার চাচা এবং পুঠিয়ার ‘শিক্ষা মন্ত্রী’ নামে পরিচিত ছিলেন।
প্রত্যক্ষদর্শী আমজাদ হোসেন জানান, অজ্ঞাত ৪/৫ জন ব্যক্তি তাকে মারধর করে ভিকটিমের শরীরের হাত-পা সহ বিভিন্ন স্থানে জখম হয়। পরবর্তীতে স্থানীয় জনসাধারণ আহত ব্যক্তিকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। পরে তাকে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত আওয়ামীলীগ নেতা ওলিউজ্জামানের পরিবার সূত্রে জানান, পূর্ব শত্রুতার জের ধরে তাকে স্থানীয় বিএনপির লোকজন পিটিয়েছে ও তার পা ভেঙ্গে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, আমরা ঘটনাটি শুনেছি। তবে কোনও অভিযোগ এখনো পাইনি।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew