ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের হাটপাঙ্গাসী বাজার খলিল মোড়, গ্রামপাঙ্গাসী রোড চার রাস্তার মোড়ে রাস্তার ওপর অটোভ্যান ও ইজিবাইকগুলোর কারনে মাঝে মধ্যেই সৃস্টি হয় তীব্র যানজট। বিশেষ করে শনিবার ও মঙ্গলবার হাটবারে। শুধু তাই নয় নেওয়া হয় নির্ধারিত ভাড়ার চেয়ে দিগুন ভাড়া। রাত্রী ৮ বাজলেই ৫ টাকার ভাড়া নেওয়া হয় ১০ টাকা। আর সুযোগ পেলে তো কোনো কথাই নেই।
বিশেষ করে দুই ঈদের আগে ও পড়ে ব্যাটারিচালিত অটোভ্যান ও ইজিবাইকগুলো সাধারণ মানুষকে জিম্মি করে আদায় করেন ভারতি ভাড়া। এদিকে এ সড়কে বেপরোয়া গতিতে ছুটে চলা সিএনজিগুলো এখন আতংকের কারন হয়ে দাঁড়িয়েছে। উপজেলার হাটপাঙ্গাসী বাজারের ব্যাবসায়ী মোঃ আব্দুল করিম প্রামানিক বলেন, এই অটোভ্যান ও ইজিবাইকগুলোর জন্য নির্ধারিত কোনো স্ট্যান্ড না থাকায় দোকানের সামনে রাস্তার মোড়ে মোড়ে জটলা পাকিয়ে রাখে। এদেরকে কিছু বলতে গেলেই বাজে বিপত্তি। এমনকি নাজেহালও হতে হয়।
অপরদি বাজারের আরেক ব্যাবসায়ী মোঃ খলিলুর রহমান খলিল জানান, লাইসেন্সবিহীন এসব অটোভ্যানের জন্য নির্ধারিত কোনো স্ট্যান্ড নেই। তাই এরা যেখানে-সেখানেই গাড়ী পার্কিং করে যাত্রী ওঠা-নামা করান। এদের জন্য নির্ধারিত একটা স্ট্যান্ড করে দেওয়া দরকার। এ পথের একাধিক পথযাত্রীর সাথে কথা হলে তারা জানান, এ রাস্তায় অটোভ্যান ছাড়া অন্য কোনো যানবাহন না থাকায় সন্ধার পর পরই মানুষের কাছ থেকে নেওয়া হচ্ছে ভাড়তি ভারা। সেই সাথে মোড়ে মোড়ে জটলা পাকাচ্ছে এই অটোভ্যান ও ইজিবাইকগুলো।
এমতাবস্হায় উপজেলার সকল গ্রামাঞ্চলের হাট-বাজার ও রাস্তা-ঘাটে চলাচলকারী যানবাহনগুলোর জন্য নির্ধারিত স্ট্যান্ড, নিয়মের মধ্যে আনা ও কিলোমিটার হিসাব করে ভাড়া নির্ধারিত করে দেওয়া উচিৎ বলে মনে করেন অত্র এলাকাবাসী।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew