ধূমকেতু প্রতিবেদক,বদলগাছী : নওগাঁর বদলগাছী মহিলা ডিগ্রী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি ও নিয়মনীতির তোয়াক্কা না করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। কলেজের জ্যেষ্ঠতার তালিকা অনুযায়ী পাঁচ শিক্ষককে ডিঙ্গিয়ে ইউএনও,র যোগসাজশে এ দায়িত্ব দেওয়া হয়েছে সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক মমতাজ জাহানকে। এই বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি পরিপন্থি বলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগের ব্যপারে ব্যবস্থা নিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক চিঠি দিলেও কলেজের এডহক কমিটি এখনো কোন ব্যবস্থা নেয়নি।
জানাগেছে,গত ২৭শে আগষ্ট/২৪ তারিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে উক্ত কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী নুসরাত জাহান রিয়া সহ কিছু শিক্ষার্থী তৎকালীন অধ্যক্ষ মাহবুব আলমের বিরুদ্ধে অনিয়ম এবং দূর্নীতির অভিযোগ তুলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহবুব হাসানের কাছে একটি স্মারকলিপি জমা দেন। ৯২৯ নং স্বারকে অধ্যক্ষ মাহবুব আলম কে সাময়িক বরখাস্ত করে ১০ কার্যদিবসের মধ্যে সন্তোষজনক জবাব দাখিল করতে বলা হলে, মাহবুব আলম ৯ই সেপ্টেম্বর/২৪ তারিখে লিখিত জবাব দাখিল করেন।
পরবর্তীতে ১৭ই সেপ্টেম্বর/২৪ইং তারিখে ১০৩৩ নং স্বারকে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ/শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি সংশোধিত বিধি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শককে প্রেরণ করেন। এবং ২৭শে অক্টোবর/২৪ ইং তারিখে ৪২৮৪ নং স্বারকে ইউএনও,র যোগসাজশে এডহক কমিটি গঠন করে অধ্যক্ষ মাহবুব আলম কে সাময়িক বরখাস্ত করেন। অধ্যক্ষ পদ শূন্য হওয়ার পরে ইউএনও ও কলেজের এডহক কমিটির সভাপতি লুৎফর রহমান ঐ কলেজের সহকারী অধ্যাপক (সমাজকর্ম) মমতাজ জাহান কে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে নিয়োগ দেন। বিষয়টি নিয়ে কলেজের শিক্ষকদের একাংশের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
এরপর সাময়িক বরখাস্তকৃত অধ্যক্ষ মাহবুব আলম জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটি লিখিত অভিযোগ দিলে ২২শে ডিসেম্বর/২৪ তারিখে ৪৯৮৭ নং স্বারকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ ব্যপারে ব্যবস্থা নিতে এডহক কমিটির সভাপতিকে অনুরোধ করেন।
বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্বারক-২-৫/০০৩৮৪/২০২১/২৪২৫/৪৯৮৭ নং এর চিঠিতে জানানো হয়, অত্র কলেজে স্নাতক পর্যায়ে সমাজকর্ম বিষয়ের অধিভুক্তি না থাকায় সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক জনাব মমতাজ জাহান-এর ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালনের বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত বেসরকারি কলেজ শিক্ষকদের চাকুরীর শর্তাবলী রেজুলেশন (সংশোধিত) ২০১৯ এর ধারা ৪(ক) এর উপধারা ২(র) ও (রর) এর বিধি পরিপন্থী। বিধায় বিধি মোতাবেক জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃক স্নাতক পর্যায়ে স্বীকৃত কোন বিষয়ের জ্যেষ্ঠতম ০১ (এক) জন শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করে অধ্যক্ষ নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার জন্য আপনাকে অনুরোধ করে। কিন্তু এই চিঠির মেয়াদ ১৫দিন পার হলেও কলেজের এডহক কমিটি কোন ব্যবস্থা গ্রহণ করেন নি।
কলেজ কৃর্তপক্ষ জানান, কলেজের জ্যেষ্ঠতম পাঁচ শিক্ষককের তালিকায় রয়েছেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন, সমাজবিজ্ঞানের সারমিনা, বাংলা বিভাগের উম্মে হাবিবা, দর্শন বিভাগের উজ্জল কুমার প্রামানিক ও ইসলামের ইতিহাস বিভাগের আব্দুল হাসিব চৌধুরী।
সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, মাহবুব আলম কে বহিষ্কার করার পর ইউএনও অফিসে আমাকে ডাকা হয়েছিলো। এডহক কমিটির সভাপতি এবং তার গ্রুপ আমাকে বাদ দিয়ে মমতাজ জাহান কে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগের সিদ্ধান্ত নেয়। বোর্ডের সিদ্ধান্ত আমেকে মেনে নিতে হয়েছে।
সমাজ বিজ্ঞানের সহকারী অধ্যাপক সারমিনা বলেন, অর্থনীতি বিভাগের আনোয়ার হোসেন কে ইউএনও অফিসে ডাকা হয়েছিলো। মমতাজ জাহানের বাহিনী আনোয়ার হোসেন কে সরাসরি এবং ফোনে বিভিন্ন ভয়ভীতি দেখালে সে দায়িত্ব নিতে রাজি হয় নি। সেখানে অন্যদের কাউকেই জানানো হয় নি। মমতাজ জাহান এক প্রকার জোর করে চেয়ার দখল করে আছে।
বর্তমান বদলগাছী মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মমতাজ জাহান বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের চিঠি সম্পর্কে আমি জানি। চিঠি টি সত্য কি না জানি না। আমাকে সভাপতি এবং ইউএনও নিয়োগ দিয়েছে। আমি জোর করে এই চেয়ারে বসিনি।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক আব্দুল হাই সিদ্দিক সরকারের সাথে তার মোবাইল ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।
চিঠি বিষয়ে কলেজের এডহক কমিটির সভাপতি লুৎফর রহমানের সাথে মোবাইল ফোনে কথা বললে, তিনি দাম্ভিকতার শুরে বলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের চিঠি পেয়েছি। চিঠি পেলেই যে ব্যাবস্থা নিতে হবে কে বলেছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহবুব হাসান বলেন, ছাত্র- ছাত্রীর চাওয়াতে মমতাজ জাহান কে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ করেছি তখন আমি ঐ কলেজের সভাপতি ছিলাম। এখন কলেজের নতুন কমিটি হয়েছে। তারা সিদ্ধান্ত নিবে এখন কাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ দেবে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew