IMG-LOGO

মঙ্গলবার, ৭ই জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই রজব ১৪৪৬ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বরেন্দ্র অঞ্চলে সরিষার আবাদ কমেছেনিয়মনীতির তোয়াক্কা না করে বদলগাছী মহিলা ডিগ্রী কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগজামায়াত আমিরআওয়ামী লীগ ক্ষমতায় থাকতে দুই হাজারের বেশি মানুষ হত্যা করেছেতিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩৬খালেদা জিয়া ও তারেক রহমান কবে ফিরবেনভারতে শিশুর দেহে এইচএমপিভি ভাইরাস শনাক্তমুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠিত হবে : তথ্য ও সম্প্রচার উপদেষ্টাখালেদা জিয়াকে লন্ডনে নিতে ঢাকায় কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সসুবিধা বঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণমডেল প্রেসক্লাবের সভাপতি শান্ত সম্পাদক রাজাবাবুমোহনপুরে ৩১ দফা রুপরেখার লিফলেট বিতরণ করেন বিএনপি নেতা রায়হানসংষ্কার সম্পন্ন করে নির্বাচনের ব্যবস্থা করতে হবে : মজিবুর রহমানপোষ্য কোটা ফিরে পেতে রাবি কর্মকর্তা-কর্মচারীরদের আন্দোলনরায়গঞ্জে ভিক্ষুক পাগলীর কুলখানি ও দোয়া মাহফিল অনুস্ঠিতলন্ডন ক্লিনিকে খালেদা জিয়ার চিকিৎসা
Home >> টপ নিউজ >> শিক্ষা >> নিয়মনীতির তোয়াক্কা না করে বদলগাছী মহিলা ডিগ্রী কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ

চিঠি প্রাপ্তির ১৫দিন পার হলেও কোন ব্যবস্থা নেয়নি কলেজের এডহক কমিটি

নিয়মনীতির তোয়াক্কা না করে বদলগাছী মহিলা ডিগ্রী কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ

ধূমকেতু প্রতিবেদক,বদলগাছী : নওগাঁর বদলগাছী মহিলা ডিগ্রী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি ও নিয়মনীতির তোয়াক্কা না করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। কলেজের জ্যেষ্ঠতার তালিকা অনুযায়ী পাঁচ শিক্ষককে ডিঙ্গিয়ে ইউএনও,র যোগসাজশে এ দায়িত্ব দেওয়া হয়েছে সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক মমতাজ জাহানকে। এই বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি পরিপন্থি বলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগের ব্যপারে ব্যবস্থা নিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক চিঠি দিলেও কলেজের এডহক কমিটি এখনো কোন ব্যবস্থা নেয়নি।

জানাগেছে,গত ২৭শে আগষ্ট/২৪ তারিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে উক্ত কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী নুসরাত জাহান রিয়া সহ কিছু শিক্ষার্থী তৎকালীন অধ্যক্ষ মাহবুব আলমের বিরুদ্ধে অনিয়ম এবং দূর্নীতির অভিযোগ তুলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহবুব হাসানের কাছে একটি স্মারকলিপি জমা দেন। ৯২৯ নং স্বারকে অধ্যক্ষ মাহবুব আলম কে সাময়িক বরখাস্ত করে ১০ কার্যদিবসের মধ্যে সন্তোষজনক জবাব দাখিল করতে বলা হলে, মাহবুব আলম ৯ই সেপ্টেম্বর/২৪ তারিখে লিখিত জবাব দাখিল করেন।
পরবর্তীতে ১৭ই সেপ্টেম্বর/২৪ইং তারিখে ১০৩৩ নং স্বারকে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ/শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি সংশোধিত বিধি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শককে প্রেরণ করেন। এবং ২৭শে অক্টোবর/২৪ ইং তারিখে ৪২৮৪ নং স্বারকে ইউএনও,র যোগসাজশে এডহক কমিটি গঠন করে অধ্যক্ষ মাহবুব আলম কে সাময়িক বরখাস্ত করেন। অধ্যক্ষ পদ শূন্য হওয়ার পরে ইউএনও ও কলেজের এডহক কমিটির সভাপতি লুৎফর রহমান ঐ কলেজের সহকারী অধ্যাপক (সমাজকর্ম) মমতাজ জাহান কে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে নিয়োগ দেন। বিষয়টি নিয়ে কলেজের শিক্ষকদের একাংশের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

এরপর সাময়িক বরখাস্তকৃত অধ্যক্ষ মাহবুব আলম জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটি লিখিত অভিযোগ দিলে ২২শে ডিসেম্বর/২৪ তারিখে ৪৯৮৭ নং স্বারকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ ব্যপারে ব্যবস্থা নিতে এডহক কমিটির সভাপতিকে অনুরোধ করেন।
বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্বারক-২-৫/০০৩৮৪/২০২১/২৪২৫/৪৯৮৭ নং এর চিঠিতে জানানো হয়, অত্র কলেজে স্নাতক পর্যায়ে সমাজকর্ম বিষয়ের অধিভুক্তি না থাকায় সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক জনাব মমতাজ জাহান-এর ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালনের বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত বেসরকারি কলেজ শিক্ষকদের চাকুরীর শর্তাবলী রেজুলেশন (সংশোধিত) ২০১৯ এর ধারা ৪(ক) এর উপধারা ২(র) ও (রর) এর বিধি পরিপন্থী। বিধায় বিধি মোতাবেক জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃক স্নাতক পর্যায়ে স্বীকৃত কোন বিষয়ের জ্যেষ্ঠতম ০১ (এক) জন শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করে অধ্যক্ষ নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার জন্য আপনাকে অনুরোধ করে। কিন্তু এই চিঠির মেয়াদ ১৫দিন পার হলেও কলেজের এডহক কমিটি কোন ব্যবস্থা গ্রহণ করেন নি।
কলেজ কৃর্তপক্ষ জানান, কলেজের জ্যেষ্ঠতম পাঁচ শিক্ষককের তালিকায় রয়েছেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন, সমাজবিজ্ঞানের সারমিনা, বাংলা বিভাগের উম্মে হাবিবা, দর্শন বিভাগের উজ্জল কুমার প্রামানিক ও ইসলামের ইতিহাস বিভাগের আব্দুল হাসিব চৌধুরী।

সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, মাহবুব আলম কে বহিষ্কার করার পর ইউএনও অফিসে আমাকে ডাকা হয়েছিলো। এডহক কমিটির সভাপতি এবং তার গ্রুপ আমাকে বাদ দিয়ে মমতাজ জাহান কে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগের সিদ্ধান্ত নেয়। বোর্ডের সিদ্ধান্ত আমেকে মেনে নিতে হয়েছে।
সমাজ বিজ্ঞানের সহকারী অধ্যাপক সারমিনা বলেন, অর্থনীতি বিভাগের আনোয়ার হোসেন কে ইউএনও অফিসে ডাকা হয়েছিলো। মমতাজ জাহানের বাহিনী আনোয়ার হোসেন কে সরাসরি এবং ফোনে বিভিন্ন ভয়ভীতি দেখালে সে দায়িত্ব নিতে রাজি হয় নি। সেখানে অন্যদের কাউকেই জানানো হয় নি। মমতাজ জাহান এক প্রকার জোর করে চেয়ার দখল করে আছে।
বর্তমান বদলগাছী মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মমতাজ জাহান বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের চিঠি সম্পর্কে আমি জানি। চিঠি টি সত্য কি না জানি না। আমাকে সভাপতি এবং ইউএনও নিয়োগ দিয়েছে। আমি জোর করে এই চেয়ারে বসিনি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক আব্দুল হাই সিদ্দিক সরকারের সাথে তার মোবাইল ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।
চিঠি বিষয়ে কলেজের এডহক কমিটির সভাপতি লুৎফর রহমানের সাথে মোবাইল ফোনে কথা বললে, তিনি দাম্ভিকতার শুরে বলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের চিঠি পেয়েছি। চিঠি পেলেই যে ব্যাবস্থা নিতে হবে কে বলেছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহবুব হাসান বলেন, ছাত্র- ছাত্রীর চাওয়াতে মমতাজ জাহান কে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ করেছি তখন আমি ঐ কলেজের সভাপতি ছিলাম। এখন কলেজের নতুন কমিটি হয়েছে। তারা সিদ্ধান্ত নিবে এখন কাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ দেবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : dhumkatunews20@gmail.com. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

ধূমকেতু আইটি

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031