ধূমকেতু নিউজ ডেস্ক : লাইভে এসে করোনার টিকা নিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও তার স্ত্রী। শুক্রবার স্থানীয় সময় তারা এ টিকা নেন। আর এ দৃশ্য সরাসরি সম্প্রচার করা হয়েছে টেলিভিশনে। খবর বিবিসির।
মার্কিন নাগরিকদের টিকা নিতে উদ্বুদ্ধ করতেই তিনি প্রকাশ্যে টিকা নিয়েছেন। এ সময় উপস্থিত দর্শক ও ডাক্তারদের বলেছেন, আমার কাছে তেমন কিছুই মনে হয়নি। ভয়ের কিছু নেই।
হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে মূলত করোনার টিকা গ্রহণকে প্রোমোট করতেই পেন্স লাইভে এসে নিয়েছেন। যাতে তাকে দেখে অন্যরা টিকা নিতে উৎসাহিত হয়। পাশাপাশি এই টিকা যে নিরাপদ ও কার্যকর সেটাও তারা জনগণকে বোঝাতে চেয়েছেন। যাতে এই টিকা নিতে সর্বসাধারণ আত্মবিশ্বাস খুঁজে পায়।
এ সময় পেন্স ও তার স্ত্রী ছাড়াও টিকা নেন সার্জন জেনারেল জেরোমি অ্যাডামস। অবশ্য নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চলতি সপ্তাহেই টিকা নেয়ার কথা জানিয়েছেন।
গত সোমবার থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে ফাইজার/বায়োএনটেকের করোনার টিকা প্রয়োগ শুরু হয়েছে। প্রথম দফায় ৫০টি অঙ্গরাজ্যে ৩ মিলিয়ন তথা ৩০ লাখ ডোজ বন্টন করা হয়েছে। মহামারীর এই সময়ে ফাইজারই প্রথম টিকা যেটা করোনার বিরুদ্ধে ৯৫ শতাংশ কার্যকর বলে প্রমাণিত হয়েছে।