ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহীর বাগমারায় শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরফাত রহমান কোকোর ১০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
শুক্রবার ( ৩১ জানুয়ারি) বিকেল সাড়ে চার’টায় বেলঘরিয়া হাট ফাযিল মাদ্রাসা চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১ নং ইউনিট বিএনপি আউচপাড়া ইউনিয়ন শাখা ও এর সহযোগী সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে।
অবসরপ্রাপ্ত প্রাণিসম্পদ সহকারি আব্দুর রহমান মন্ডলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা পরিষদের (সাবেক) চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির আহবায়ক ডিএম জিয়াউর রহমান জিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ০৫ নং আউচপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডিএম সাফিকুল ইসলাম সাফি।
সভায় বক্তব্য রাখেন ইউনিট বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম শাহ, প্রবীণ বিএনপি নেতা মোসলেম খামারু, রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জাহিদুল ইসলাম, মাস্টার সিরাজুল ইসলাম, তারেক জিয়ার প্রজন্ম দলের বাগমারা উপজেলা শাখার সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, প্রচার সম্পাদক এমরান আলী খামারু, নরদাশ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম, আউচপাড়া ইউনিয়ন বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল সহ অন্যরা।
সভায় উপস্থিত ছিলেন ইউনিট বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আনছার আলী মোল্লা, বিএনপি নেতা হাবিবুর রহমান ফৌজদার, সদের আলী প্রামানিক, তারেক জিয়ার প্রজন্ম দলের সাংগঠনিক সম্পাদক এমরান আলী মন্ডল, হাসান আলী সহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা।
উল্লেখ্য, ২০১৫ সালের ২৪ জানুয়ারি আরাফাত রহমান কোকো ৪৫ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে কুয়ালালামপুরে মারা যান। আরফাত রহমান কোকোর ১০ মম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে খাবার বিতরণ ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews