ধূমকেতু নিউজ ডেস্ক : চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের ময্যাদপাড়া গ্রামের মৃত এছহাক মিয়ার ছেলে সৌদি প্রবাসী মো. মাসুদকে (৩৮) অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩ অপহরণকারীকে পুলিশ গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাতে চাটখিল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে অপহরণকারীদের গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে- চাটখিল উপজেলার পশ্চিম শোসালিয়া গ্রামের মৃত আমিন উল্যার বখাটে ছেলে সালাহ উদ্দিন কামরান ওরফে আকাশ (২০), রামগতি উপজেলার আলীপুর গ্রামের বনি আমিনের পুত্র দিদার হোসেন জনি (১৮) ও একই গ্রামের হাফিজ পাটোয়ারীর ছেলে বাবু হোসেন (৩০)।
উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর সকাল ১০টার দিকে মামুন তার বাড়ি থেকে চাটখিল উপজেলায় একটি সিএনজি অটোরিকশা নিয়ে যাচ্ছিলেন। এ সময় সিএনজিতে থাকা ২ যাত্রী তাকে অস্ত্রের ভয় দেখিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। অজ্ঞাত স্থানে আরও ১০-১২ জন সন্ত্রাসী তাকে চোখ বেঁধে বেদম প্রহার করে। এ সময় সন্ত্রাসীরা এক নারীর সাথে তার আপত্তিকর ছবি তোলে। ওই ছবি ফেসবুকে দেওয়ার হুমকি দিয়ে তার কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
মামুন তার ভগ্নিপতিসহ আত্মীয়দের মোবাইলে অপহরণকারীদের দেয়া মোবাইল নাম্বারে ১ লাখ ৫৩ হাজার টাকা প্রদান করেন। এরপর সন্ত্রাসীরা তাকে চোখ বাঁধা অবস্থায় শুক্রবার রাতে চাটখিলের দশঘরিয়া বাজারের পূর্বদিকে ঢাকা-রামগঞ্জ মহাসড়কের পার্শ্বে একটি সিএনজি থেকে ফেলে দিয়ে চলে যায়। মাসুদ আহত অবস্থায় একটি সিএনজি নিয়ে বাড়ি ফিরে যান। এ ব্যাপারে তিনি চাটখিল থানায় অপহরণ মামলা করেন।
তথ্যপ্রযুক্তি ব্যবহার করে পুলিশ বৃহস্পতিবার রাতে ৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা অপহরণের সাথে জড়িত ছিল বলে স্বীকার করেছে।