ধূমকেতু নিউজ ডেস্ক : মুজিব শতবর্ষ উপলক্ষে ভারত-বাংলাদেশ বন্ধুত্ব আরও সুদৃঢ় করতে বিএসএফের মৈত্রী সাইকেল র্যালি উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে বেনাপোল চেকপোস্ট নোম্যান্স-ল্যান্ডে র্যালি উদ্বোধন করা হয়।
সাইকেল র্যালির উদ্বোধন করেন বিএসএফের অতিরিক্ত মহাপরিচালক (পূর্ব) পংকজ কুমার সিংহ। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন বিজিবির উপ-মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হোসেন।
১৩ সদস্যের বিএসএফের সাইকেল র্যালিটি সোমবার সকাল থেকে ভারত-বাংলাদেশ লাগোয়া ৪০৯৬ কিলোমিটার এলাকায় বিভিন্ন সীমান্ত পরিদর্শন শুরু করে। সাইকেল র্যালিটি পনিতর থেকে মিজোরাম পর্যন্ত গিয়ে শেষ হবে। আগামী ১৭ মার্চ সাইকেল র্যালিটি শেষ হবে বলে বিজিবি কর্মকর্তারা জানান।
অনুষ্ঠান শুরুতেই বিজিবি কর্মকর্তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিএসএফ সদস্যরা। বিজিবির পক্ষ থেকে সাইকেল র্যালিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিএসএফের আইজি আশুনি কুমার সিংহ, ডিআইজি অজিৎ কুমার এবং ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল সেলিম রেজা ও মেজর ফারুক উপস্থিত ছিলেন।
বিএসএফের পক্ষে বলা হয়, মুজিব শতবর্ষ উপলক্ষে বিজিবি ও বিএসএফের বন্ধুত্ব আরও সুদৃঢ় করতে এ সাইকেল র্যালির আয়োজন করা হয়। দুই দেশের সীমান্তে আরও নতুন নতুন বিওপি নির্মাণের জন্য বিজিবি ও বিএসএফ যৌথভাবে কাজ করবে।