ধূমকেতু নিউজ ডেস্ক : ইউক্রেনের একটি করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলের জাপোরিঝঝিয়া অঞ্চলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৃহস্পতিবার রাজ্য গভর্নর বিষয়টি জানিয়েছেন।
এনডিটিভি জানিয়েছে, মৃতদের মধ্যে তিনজন করোনা রোগী ও অপরজন ওয়ার্ডের চিকিৎসক।
অগ্নিকাণ্ডের বিষয়ে জাপোরিঝঝিয়ার মেয়র ওলেক্সান্দের স্টার্খ বলেন, আগুন হাসপাতালের দ্বিতীয় তলায় লাগে। সেখানে রোগীরা ভেন্টিলেটরে ছিলেন। ওই ওয়ার্ডের অপর ৮ জনকে উদ্ধার করা হয়েছে।
হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে।
ইউক্রেনে এখন পর্যন্তু ১২ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। আর এ পর্যন্ত মারা গেছেন ২৩ হাজার ২২৯ জন।