ধূমকেতু নিউজ ডেস্ক : তৃতীয় ও চতুর্থদফার প্রার্থীতালিকা ঘোষণার কয়েক মিনিটের মধ্যে অস্বস্তিতে পড়েছে বিজেপি শিবির। ভোটে লড়তে আগ্রহী নন বলে জানিয়ে দিলেন হাওড়া দক্ষিণের প্রার্থী রন্তিদেব সেনগুপ্ত। যা নিয়ে চরম অস্বস্তিতে পড়েছে বিজেপি।
রোববার প্রার্থীতালিকা ঘোষণার পরপরই হাওড়া দক্ষিণের তারকা প্রার্থী রন্তিদেববাবু সংবাদমাধ্যমকে বলেন, ‘আমার ভোটে লড়াই করার কোনও ইচ্ছা নেই। আমি টিভিতে দেখলাম আমি না কি প্রার্থী।
তিনি আরও বলেন, আমাকে দলের তরফে কেউ এব্যাপারে কিছু জিজ্ঞাসা করেনি। আমিও দলের কাছে কখনও প্রার্থী হওয়ার ইচ্ছাপ্রকাশ করিনি। আমি ভোটে লড়ার বদলে ভোট প্রচারে থাকতে চাই। আমি দলকে বলবো একজন ভাল প্রার্থীকে বেছে নিন।’
বেশ কয়েকবছর আগে বিজেপিতে যোগ দিয়েছেন তিনি। তবে রাজ্য বিজেপি নেতৃত্বের থেকে তার আরএসএস নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতা বেশি। বিজেপির বুদ্ধিজীবী সেলের আহ্বায়ক তিনি।
দলের শৃঙ্খলা ভেঙে তিনি তার অনিচ্ছার কথা এভাবে গণমাধ্যমে বলায় বিজেপি নেতৃত্ব অবাক হয়েছে।