ধূমকেতু নিউজ ডেস্ক : গিনির উত্তর পূর্বাঞ্চলীয় সিগুইরি অঞ্চলের একটি সোনার খনিতে ভূমিধসে অন্তত ১৫ জন প্রাণ হারিয়েছেন। কাতার ভিত্তিক গণমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদনে বলা হয়, তাতাকৌরৌ নামক গ্রামের কাছে শনিবার ওই দুর্ঘটনা ঘটেছিল বলে জানান স্থানীয় কাউন্সিলর সেকৌ বিনৌ সিমাগান।
সিমাগান বলেন, ওই ব্যক্তিরা ঘটনাস্থলেই মারা যান। শনিবার সন্ধ্যার দিকে তাদের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়। তবে আর কেউ সেখানে আছে কি না তা খুঁজতে রোববারও সেখানে তল্লাশি চালায় উদ্ধারকারীরা।
প্রতিবেদনে বলা হয়, নিহত ১৫ ব্যক্তির সবাই পুরুষ শ্রমিক। তাদের বয়স ১৪ থেকে ৪০ বছরের মধ্যে। তাদের একটি কবরে সমাহিত করা হয়।
ওই খনিতে কাজ করা সিনেমান তারাওরি নামের এক ব্যক্তি বলেন, তিনি তার দুই সহকর্মীকে স্বেচ্ছাসেবীরা উদ্ধার করতে দেখেছেন।
পশ্চিম আফ্রিকার এই দেশটিতে প্রায়ই এমন খনি দুর্ঘটনা ঘটে থাকে। বিশেষ করে মালি সীমান্তে থাকা সিগুইরি অঞ্চলে।