ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে পাওয়ার ট্রলি দিয়ে ধান ভাঙ্গতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে চালকের মৃত্যু হয়েছে। মর্মান্তিকভাবে মৃত্যুর শিকার ওই চালক বেনীদুয়ার মিশনের আবাসিকে থাকা ধামইরহাটের একটি কলেজের স্নাতক পর্যায়ের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জহুরুল ইসলাম ও রিগেন মার্ডি জানান, ১০ অক্টোবর বিকেল ৪ টার দিকে ধামইরহাট ইউনিয়নের অন্তর্গত বেনীদুয়ার ক্যাথলিক ধর্মী পল্লী (মিশন) আবাসিকে থাকা উপজেলার আলতাদিঘী মোন্নাপাড়া গ্রামের বিমল হাসদার ছেলে পরেশ হাসদা (২২) মিশনের শিক্ষার্থীদের খাওয়ানোরজন্য পাওয়ারট্রলি যোগে ৫/৭ বস্তা ধান মিশন হতে নিয়ে তা ভাঙ্গানোর জন্য হরিতকীডাঙ্গা মোড়ের দিকে রাইস মেলের উদ্দেশ্যে যাচ্ছিল।
তিনি আরও জানান, আকস্মিকভাবে চালক পরেশ হাসদা গাড়ীর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে পড়ে গেলে গাড়ির হ্যান্ডেল দিয়ে মাথায় চাপা লেগে মর্মান্তিকভাবে জখম হয়। তাৎক্ষনিক ভাবে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সন্ধায় থানার পুলিশের উপস্থিতিতে স্থানীয় জনপ্রতিনিধি ও অভিভাবকের সম্মতিতে কোন অভিযোগ পরিবারের নেই মর্মে অঙ্গীকার করে লাশ হাসপাতাল হতে বাড়ী নিয়ে যায়।