ধূমকেতু নিউজ ডেস্ক : একদিন পরেই জন্মদিন। এর আগে সাপের ছোবল খেলেন বলিউড সুপারস্টার সালমান খান।
ছুটি কাটাতে প্যানভেলে নিজের ফার্ম হাউজে অবস্থান করছেন সালমান। সেখানে তার হাতে একটি সাপ কামড় দিয়েছে। রোববার (২৬ ডিসেম্বর) সকালে এই দুর্ঘটনা ঘটে। তবে সাপটি বিষাক্ত ছিল না বলে জানা গেছে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সাপে কামড়ানোর পর সালমানকে নাবি মুম্বাইয়ের এমজিএম হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে সাপের বিষের প্রতিষেধক দেওয়া হয়। সকাল নয়টা নাগাদ তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এখন তিনি ভালো আছেন।
প্রতি বছর জন্মদিন পালন করতে ফার্মহাউজে যান সালমান খান। এই বছরও গিয়েছেন। করোনার কারণে ঘনিষ্ঠজনদের নিয়েই তার জন্মদিনের পার্টির আয়োজনের পরিকল্পনা রয়েছে।