ধূমকেতু নিউজ ডেস্ক : লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইয়েমেনে সৌদি-বিরোধী লড়াইয়ে যুক্ত রয়েছে বলে রিয়াদ যে অভিযোগ করেছে তা উড়িয়ে দিয়েছে প্রতিরোধকামী এই সংগঠনটি।
গতকাল (সোমবার) এক সংক্ষিপ্ত বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, ইয়েমেন লড়াইয়ে হিজবুল্লার জড়িত থাকার ব্যাপারে সৌদি আরব যে কথিত প্রমাণ তুলে ধরেছে তা গুরুত্বহীন এবং হাস্যকর। এই অভিযোগের কোনো জবাব দেয়ার প্রয়োজন আছে বলে মনে হয় না।
এর একদিন আগে সৌদি আরব দাবি করেছিল, ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরকে সামরিকীকরণের প্রচেষ্টায় জড়িত রয়েছে হিজবুল্লাহ। সৌদি আরব অভিমুখে ইয়েমেন থেকে যে সমস্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে তার কেন্দ্রে পরিণত করা হয়েছে এই বিমানবন্দরকে।
ইয়েমেনের রাজধানী লক্ষ্য করে সৌদি নেতৃত্বাধীন আরব জোট সাম্প্রতিক দিনগুলোতে হামলা জোরদার করেছে। তাদের হামলা থেকে হাসপাতাল এবং মেডিক্যাল সেন্টারগুলোও বাদ যাচ্ছে না। এ নিয়ে যখন মানবাধিকার সংস্থাগুলোর পক্ষ থেকে সমালোচনা উঠেছে তখন সৌদি আরব হিজবুল্লাহকে জড়িয়ে এই বক্তব্য দিল।
২০১৫ সালের মার্চ মাস থেকে সৌদি আরব দারিদ্র্যপীড়িত প্রতিবেশী ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের হামলায় এ পর্যন্ত হাজার হাজার ইয়েমেনি নাগরিক নিহত হয়েছেন। পাশাপাশি আহত হয়েছেন কয়েক লাখ মানুষ। দেশটি এখন বড় রকমের দুর্ভিক্ষের মুখে রয়েছে।