ধূমকেতু নিউজ ডেস্ক : আপনি ‘সুরা ইখলাস’ ১০ বার পড়ে জান্নাতের একটি বাড়ির মালিক হয়ে যান। তারপর ‘লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহ’ পড়ে সেই বাড়িকে রত্ন ভাণ্ডার দিয়ে পরিপূর্ণ করে দেন। তারপর, ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযিম’ পড়ে জান্নাতে খেজুর গাছ রোপণ করতে থাকেন। ভাবতে থাকেন সেই খেজুরগুলো দিয়ে আপনি জান্নাতিদের মেহমানদারী করছেন। অনুভব করে দেখেছেন? এইভাবে সারা দিন পড়তে পারেন আর জান্নাতের জন্য নেকী অর্জন করতে থাকেন।
নবীজী (সা.) বলেছেন, যে ব্যক্তি সূরা ইখলাস ১০ বার পাঠ করবে,জান্নাতে তার জন্য একটি ঘর বানানো হবে। (সহিহ জামে আস-সাগীর: ৬৪৭২)
নবী (সঃ) বলেন, লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহ’ হচ্ছে জান্নাতের গুপ্তধন সমূহের মধ্যে একটি গুপ্তধন। [সহীহ বুখারী -১১/২১৩, সহীহ মুসলিম-৪/২০৭৬]
যে ব্যক্তি ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযিম’ পাঠ করবে প্রতিবারে তার জন্য জান্নাতে একটি করে (জান্নাতি) খেজুর গাছ রোপণ করা হবে। [তিরমিযী-৫/৫১১,আল-হাকীম-১/৫০১,
আল্লাহ তায়ালা মুসলিম উম্মাহকে একত্ববাদের ঘোষণায় অল্প কথার সহজ আমলটি করে অধিক নেকি লোভের তাওফিক দান করুন। আমিন।