ধূমকেতু নিউজ ডেস্ক : মানুষ ভুলের উর্ধ্বে নয়। কোনো কাজে ভুল করে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেন। বান্দা কীভাবে ক্ষমা চাইবে, সে ধরণও আল্লাহ তাআলা কুরআনুল কারিমে তুলে ধরেছেন। মুমিন বান্দা এই ছোট্ট দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে ভুল থেকে ক্ষমা চাইবেন-
رَبَّنَا لاَ تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا
উচ্চারণ : ‘রাব্বানা লা তুআখিজনা ইন্নাসিনা আও আখত্বানা।
অর্থ : হে আমাদের প্রভু! যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি, তবে আমাদের অপরাধী করো না।’ (সুরা বাকারাহ : আয়াত ২৮৬)
মানুষের এসব ভুল হতে পারে মনের ইচ্ছা কিংবা অনিচ্ছায়। ভুল যেভাবেই হোক না কেন, সঙ্গে সঙ্গে তাঁরই শেখানো ভাষায় ছোট্ট এ দোয়ার মাধ্যমে ক্ষমা প্রার্থনা করা জরুরি। আশা করা যায়, মহান আল্লাহ বান্দার ভুলগুলো ক্ষমা করে দেবেন।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ইচ্ছা-অনিচ্ছাকৃত সব ভুল থেকে মুক্তি লাভে এ দোয়ার মাধ্যমে প্রার্থনা করার তাওফিক দান করুন। গোনাহমুক্ত জীবন যাপনের তাওফিক দান করুন। আমিন।