ধূমকেতু নিউজ ডেস্ক : পবিত্র কাবায় জড়ানো হলো সাদা কাপড়ের গিলাফ। প্রতি বছর হজের আগে নতুন গিলাফ পরানোর আগাম প্রস্তুতিস্বরূপ নিচ থেকে তিন মিটার উপরে উঠিয়ে অতিরিক্ত সাদা কাপড় দিয়ে আবৃত করা হয়।
হারামাইন ডটইনফো’র তথ্য মতে, বুধবার (৩০ জুন) রাতে মসজিদে হারাম ও মসজিদে নববির জেনারেল প্রেসিডেন্সি শায়খ ড. আব্দুর রহমান সুদাইসির তত্ত্বাবধানে সাদা কাপড়ের গিলাফ পরানো হয়।
১৪৪২ হিজরির হজের প্রস্তুতি শুরু হয়েছে। হজের আগে পরানো হবে নতুন গিলাফ। এরই অংশ হিসেবে শায়খ ড. আব্দুর রহমান সুদাইসির নেতৃত্বে ৩৭ জন দক্ষ কর্মকর্তার অংশগ্রহণে পবিত্র কাবা শরিফে জড়ানো হলো সাদা কাপড়ের গিলাফ। শায়খ সুদাইসি নিজেও গিলাফ পরিবর্তনের এ মহতি কাজে অংশগ্রহণ করেছেন। এ সময় তিনি নিজ হাতে হাজরে আসওয়াদে সুগন্ধি আতর মেখে দেন। হাজরে আসওয়াদ স্পর্শের অনুভূতি গ্রহণ করেন।
কাবা শরিফের কালো গিলাফ উপরে তোলার কাজে অংশগ্রহণ করেন মসজিদুল হারাম ও মসজিদে নববির পরিচালনা পর্ষদের প্রধান শায়খ ড. আবদুর রহমান আল সুদাইসসহ ৩৭ জন দক্ষ কর্মকর্তা তা সম্পন্ন করেন।
শায়খ সুদাইস বলেন, ‘কিং আবদুল আজিজ কমপ্লেক্স ফর দ্য কভারিং কাবার বিশেষজ্ঞ দল পবিত্র কাবার গিলাফ উপরে তোলার কাজ সুন্দরভাবে সম্পন্ন করেছেন।’
পবিত্র কুরআনুল কারিমের কুরআনের আয়াতের কারুকার্য খচিত কাবার গিলাফটি রেশমের কাপড়ের টুকরোয় ভাজ করা থাকে।
প্রতি বছরের মতো এবারও কাবা শরিফের গিলাফের সুরক্ষার জন্য তিন মিটার উপরে তোলা হয়েছে। তাওয়াফের সময় হজ ও ওমরাহ পালনকারীরা সাদা কাপড়ের গিলাফে জড়ানো কাবা শরিফের অনিন্দ সুন্দর দৃশ্য দেখার সুযোগ পাবে।